মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে ভরপাশায় রাস্তা যেন মরন ফাঁদ, জনদুর্ভোগ চরমে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ২০:২৪
বাকেরগঞ্জে ভরপাশায় রাস্তা যেন মরন ফাঁদ, জনদুর্ভোগ চরমে
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের গোলদার বাড়ি রাস্তা সংস্কারের অভাবে এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। বরিশাল কুয়াকাটা মহাসড়ক থেকে শুরু হয়ে রাস্তাটি কলশকাঠী ইউনিয়নের নারাঙ্গূল খেয়া ঘাটে মিলিত হয়েছে, রাস্তার দুই পাশে ১৫০ টি পরিবারের প্রায় দের হাজার মানুষ বসবাস করেন, এবং দুইটি ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলের একমাত্র পথ এই গোলদার বাড়ি সড়ক।

এ সড়কের পাকাকরণের কাজ করা হয় ১৭ বছর আগে ২০০৮ সালে , এর পর আর কখনো সড়ক সংস্কার করা হয়নি। নদী সংলগ্ন এলাকা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে সড়কটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বর্তমানে সড়কটি সংস্কা না হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলের আর কোন পথ থাকছে না, রাস্তার বেহাল দশা পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা খোব প্রকাশ করেন ও রাস্তা সংস্কারের অভাবে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী আব্দুস সালাম হাওলাদার।

তিনি জানান ১৪-১৫ বছর আগে রাস্তা সংস্কারের কাজ করা হয়, কিছুদিন ভালো থাকার পর প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা-ও দশ বছর হলো, আমরা চলাচল করতে পারছি না। ভুক্তভোগী আইউব আলী জানান রাস্তার দুই পাশে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করে, তাঁর মধ্যে অসংখ্য বয়স্ক অসুস্থ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী রয়েছে অনেক, কেউই ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে চলাচল করতে পারছেন না।

স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা সংস্কার করে ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা হোক। স্থানীয় বাসিন্দা ও বাকেরগঞ্জ জে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের বরাবর আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ যায়যায়দিন কে জানান আমরা আবেদন পেয়েছি খুব দ্রুত পরিদর্শন করে ক্ষতিগ্ৰস্থ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে