সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পাবিপ্রবিতে ডিজিটাল স্কিলস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
পাবিপ্রবিতে ডিজিটাল স্কিলস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পাবিপ্রবিতে ডিজিটাল স্কিলস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে 'ডিজিটাল স্কিল ট্রেইনিং' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অ্যাক্টিভেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ২-এ ৬ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। সম্মানিত অতিথি ছিলেন ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং যুগ্ম সচিব মো. শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহমেদ। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহমান। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম, সিএসই বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী,

অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে