১৫. বর্তমান সমাজ কী নির্ভর?
ক) প্রযুক্তিনির্ভর খ) কৃষিনির্ভর
গ) শিক্ষানির্ভর ঘ) আত্মনির্ভর
উত্তর:ক) প্রযুক্তিনির্ভর
১৬. সমাজ জীবনে যান্ত্রিক উৎকর্ষতা সৃষ্টির কারণ কী?
ক) রুশ বিপস্নব খ) শিল্প বিপস্নব
গ) রেনেসাঁ ঘ) অরেঞ্জ বিপস্নব
উত্তর: খ) শিল্প বিপস্নব
১৭. সমাজকর্ম প্রতিটি মানুষকে কীভাবে তার অধিকার সম্পর্কে সজাগ রাখে?
ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে
খ) দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
গ) মূল্যবোধের বিকাশ ঘটিয়ে
ঘ) মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে
উত্তর: ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে
১৮. সমাজকর্মের লক্ষ্য অর্জনের ঘঅঝড প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো-
র) সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
রর) কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
ররর) মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ক) র ও রর
১৯. নিচের কোনটি সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত করে?
ক) নৈতিক অবক্ষয়
খ) অর্থনৈতিক অনগ্রসরতা
গ) সামাজিক অবক্ষয়
ঘ) মূল্যবোধের অবক্ষয়
উত্তর: খ) অর্থনৈতিক অনগ্রসরতা
২০. সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কোন ক্ষেত্রে সহায়তা করে থাকে?
ক) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে
খ) মনোবল সৃষ্টিতে
গ) সামাজিকীকরণে
ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে
উত্তর:ঘ)সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে
২১. সমাজকর্মের পরিধি কেমন?
ক) সংকীর্ণ খ) ব্যাপক ও বিস্তৃত
গ) চাহিদামাফিক ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) ব্যাপক ও বিস্তৃত
২২. সমাজকর্ম একটি-
র) কলা
রর) বিজ্ঞান
ররর) ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ক) র ও রর
২৩. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে?
ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে
খ) অর্থ সরবরাহের ব্যবস্থা করে
গ) শিক্ষা বিস্তারের মাধ্যমে
ঘ) বিভিন্ন পরামর্শ প্রদান করে
উত্তর: ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে
২৪. নিচের কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?
ক) মানসিক স্বাস্থ্যসেবা খ) শারীরিক স্বাস্থ্যসেবা
গ) বস্তুগত সেবা ঘ) আর্থিক সেবা
উত্তর: ক) মানসিক স্বাস্থ্যসেবা
২৫. সমাজকর্মের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণে কত সালে ঘঅঝড কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়?
ক) ১৯৮০ সালে খ)১৯৮১ সালে
গ)১৯৮৫ সালে ঘ)১৯৯০ সালে
উত্তর: খ)১৯৮১ সালে
২৬. সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের কার্যক্রম?
ক) প্রতিরোধমূলক খ) উন্নয়নমূলক
গ) সংশোধনমূলক ঘ) প্রতিরোধমূলক
উত্তর: খ) উন্নয়নমূলক
২৭. সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?
ক) সামাজিক সচেতনতা সৃষ্টি
খ) অর্থনৈতিক উন্নয়ন
গ) অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ
ঘ) মানবাধিকার নিশ্চিতকরণ
উত্তর: ক) সামাজিক সচেতনতা সৃষ্টি
২৮. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
র) সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন
রর) সকল মানুষের সামগ্রিক কল্যাণ
ররর) সম্পদের সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
২৯. 'সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক একটি পেশাদার সেবা কর্ম।'-উক্তিটি কার?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার
খ) স্কিডমোডর ও থ্যাকারি
গ) বি ডবিস্নউ শেফার
ঘ) আরমান্ডো মরেলেস
উত্তর: ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
'তারুণ্যের আলো' সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। সমাজের প্রতিটি শিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে সেটিই এর প্রধান লক্ষ্য। এছাড়া সংগঠনটি মানুষের মৌল মানবিক চাহিদা পূরণসহ সমাজের ইতিবাচক পরিবর্তন আনায়নে প্রয়াসী।
৩০. উদ্দীপকে উলিস্নখিত সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিল রয়েছেকোন বিষয়ের?
ক) সমাজবিজ্ঞানের খ)সমাজকর্মের
গ) মনোবিজ্ঞানের ঘ)অর্থনীতির
উত্তর: খ) সমাজকর্মের
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়