পরিবেশ দূষণ
৭. ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা যানজট। এর ফলে নিম্নের কোনটি হয়?
ক. শারীরিক ও মানসিক সমস্যা
খ. শ্রবণ শক্তি বৃদ্ধি পায়
গ. কর্মক্ষমতা বৃদ্ধি পায়
ঘ. মানসিক শান্তি বজায় থাকে
উত্তর: ক. শারীরিক ও মানসিক সমস্যা
৮. হাসান অধিক ফসল পাওয়ার জন্য জমিতে অধিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করেন। এতে কোনটি হয়?
ক. জমির উর্বরতা বৃদ্ধি পায়
খ. জমির উর্বরতা নষ্ট হয়
গ. উৎপাদন বৃদ্ধি পায়
ঘ. ফসল কম হয়
উত্তর: খ. জমির উর্বরতা নষ্ট হয়
৯. ইদানীং পৃথিবীতে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ দেখা যাচ্ছে। এর প্রতিকারে কী করা উচিত বলে মনে কর?
ক. জনসচেতনতা বৃদ্ধি
খ. বৃক্ষ কর্তন
গ. কাঠের বিকল্প ব্যবহার বৃদ্ধি
ঘ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
উত্তর: গ. কাঠের বিকল্প ব্যবহার বৃদ্ধি
১০. খুলনার ফুলতলায় বেশ কিছু ইটের ভাটা স্থাপন করা হয়েছে। উক্ত এলাকার জনগণ কী ধরনের দূষণের সম্মুখীন হবে বলে তুমি মনে কর?
ক. পানি খ. মাটি
গ. শব্দ ঘ. বায়ু
উত্তর: ঘ. বায়ু
১১. অভয়নগর গ্রামে হঠাৎ কলেরা ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর কারণ কী?
ক. পানি দূষণ খ. মাটি দূষণ
গ. বায়ু দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ক. পানি দূষণ
১২. দোকান থেকে আসা গানের উচ্চ স্বরে সাদিয়া ভালোভাবে পরীক্ষা দিতে পারছে না। সে কোন প্রকার দূষণের শিকার?
ক. পানি খ. মাটি
গ. শব্দ ঘ. বায়ু
উত্তর: গ. শব্দ
১৩. পৃথিবীর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ও মানুষের শ্বাসজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. ক্ষতিকর গ্যাস ও ধোঁয়া
খ. অধিক বনায়ন
গ. সার ও কীটনাশক
ঘ. বৃক্ষরোপণ করা
উত্তর: ক. ক্ষতিকর গ্যাস ও ধোঁয়া
১৪. রূপসা নদীতে বিভিন্ন ময়লা আর্বজনা ফেলা হচ্ছে। এ পানি ব্যবহারের ফলে কী হচ্ছে?
ক. বিভিন্ন চর্মরোগ ও ডায়রিয়া
খ. শ্বাসজনিত ও ফুসফুস ক্যান্সার
গ. শ্রবণ শক্তি হ্রাস
ঘ. বিপাক প্রক্রিয়ার সমস্যা
উত্তর: ক. বিভিন্ন চর্মরোগ ও ডায়রিয়া
১৫. ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা বায়ু দূষণ। এর প্রধান কারণ কোনটি?
ক. কলকারখানার ধোঁয়া ও যানবাহন
খ. পয়ঃনিষ্কাশন
গ. শিল্পায়ন ঘ. নগরায়ন
উত্তর: ক. কলকারখানার ধোঁয়া ও যানবাহন
১৬. মোর্শেদ একজন কৃষক। তিনি ফসল পাওয়ার আশায় জমিতে বিভিন্ন সার প্রয়োগ করেন। উৎপাদিত এই ফসল খাদ্য হিসেবে গ্রহণে নিম্নের কোন রোগ হয়?
ক. ত্বকের রোগ খ. ক্যান্সার
গ. ফুসফুসের রোগ ঘ. কলেরা
উত্তর: খ. ক্যান্সার
১৭. ১০০ বছর আগের বাংলাদেশ ও বর্তমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এর প্রধান কারণ-
ক. গ্রাম্য জীবন খ. শহুরে জীবন
গ. শিল্পায়ন ঘ. প্রযুক্তি
উত্তর: গ. শিল্পায়ন
১৮. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পুনঃব্যবহার করে আমরা নিম্নের কোনটি করতে পারি?
ক. সম্পদের অপচয়
খ. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
গ. সম্পদের পুনঃব্যবহার
ঘ. দূষণ রোধ
উত্তর: গ. সম্পদের পুনঃব্যবহার
১৯. মোর্শেদা বেগম বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ফেলনা জিনিস কিনে স্থানীয় দোকানে বিক্রি করেন। এতে দেশে সম্পদের কোনটি হবে?
ক. অপচয় খ. সংরক্ষণ
গ. পুনঃব্যবহার ঘ. নষ্ট
উত্তর: খ. সংরক্ষণ
২০. সামনে সমাপনী পরীক্ষা। কিন্তু দোকানে গান বাজানোর জন্য রনি পড়তে পারছে না। এখানে কোন ধরনের দূষণ হচ্ছে?
ক. বায়ু খ. পানি
গ. মাটি ঘ. শব্দ
উত্তর: ঘ. শব্দ
২১. শ্রাবনীর অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস ও ঘুমে ব্যাঘাত হচ্ছে। এর ফলে কী হবে?
ক. কর্মক্ষমতা বৃদ্ধি খ. কর্মক্ষমতা হ্রাস
গ. পড়াশোনা বৃদ্ধি পাবে ঘ. প্রশান্তি
উত্তর: খ. কর্মক্ষমতা হ্রাস
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়