বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কৃষিজমি থেকে মাটি উত্তোলন, জরিমানা

আখাউড়া প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ২০:২৩
কৃষিজমি থেকে মাটি উত্তোলন, জরিমানা
ছবি : যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মো: জহিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উঠানো হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে। ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও দরকার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সাজেদুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন কারণে ফসলী জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে