শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শাবিপ্রবিতে ডি-নথি কর্মশালার উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
শাবিপ্রবিতে ডি-নথি কর্মশালার উদ্বোধন
শাবিপ্রবিতে ডি-নথি কর্মশালার উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডি-নথি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এই কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ৯২৯ নম্বর রুমে ১৩ জানুয়ারি ৬ দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-নথি বাস্তবায়ন কমিটির সভাপতি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এম শহীদুর রহমান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, রিসোর্স পারসন মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী ও প্রিন্সিপাল ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট প্রধান ও হল প্রভোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে