রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৭৩. সমাজকর্মের মূল লক্ষ্য পর্যালোচনা করলে পাওয়া যায়-

র) ক্ষমতার বিকাশ

রর) ক্ষমতার উনয়ন

ররর) ক্ষমতার সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

৭৪. সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো-

ক) বস্তুগত সহায়তা প্রদান

খ) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

গ) সামগ্রিক কল্যাণ সাধন

ঘ) সামাজিক পরিবর্তন আনায়ন

উত্তর: গ) সামগ্রিক কল্যাণ সাধন

৭৫. সমাজকর্ম সাহায্যার্থীকে কিভাবে সেবা প্রদান করে?

ক) অর্থের মাধ্যমে

খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ) উৎসাহ প্রদানের মাধ্যমে

ঘ) আইনি সহায়তার মাধ্যমে

উত্তর: খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

৭৬. পৃথিবীতে সমাজকল্যাণের যাত্রা যাত্রা শুরু হয়-

ক) পারস্পরিক বোধ থেকে

খ) ধর্মীয়বোধ থেকে

গ) ব্যক্তিগত বোধ থেকে

ঘ) খ ও গ

উত্তর: ঘ) খ ও গ

৭৭. সক্ষমকারী পেশা বলতে কী বুঝায়?

ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করা

ঘ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজের সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা

উত্তর: ঘ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজের সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা

৭৮. 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডবষভধৎব্থ প্রন্থের লেখক কে?

ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার

খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) রবার্ট এল বার্কার

ঘ) মোরেলেস ও শেফার

উত্তর: ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার

৭৯.সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলী গ্রহণ করে-

র) চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য

রর) অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য 

ররর) ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) রর ও ররর

৮০. সমাজস্থ প্রতিটি ব্যক্তির সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, তা সুষ্ঠুভাবে পালেন না করলে কী ঘটে?

ক) সামাজিক উন্নয়ন তরান্বিত হয়

খ) সমাজ দ্রুত পরিবর্তন হয়

গ) সমাজের ভারসাম্য নষ্ট হয়

ঘ) সমাজ মন্থর হয়ে পড়ে

উত্তর: খ) সমাজ দ্রুত পরিবর্তন হয়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে