শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

৪০. পানি দূষণের কারণে মানুষের কোন রোগটি হয়ে থাকে?

ক. ক্যান্সার খ. হাঁপানি

গ. এইডস ঘ. ডায়রিয়া

উত্তর: ঘ. ডায়রিয়া

৪১. মাটি দূষণের ফলে-

ক. জমির উর্বরতা নষ্ট হয়

খ. পশুপাখির সংখ্যা বৃদ্ধি পায়

গ. গাছপালা দ্রম্নত বৃদ্ধি পায়

ঘ. ফসলের পরিমাণ বৃদ্ধি পায়

উত্তর: ক. জমির উর্বরতা নষ্ট হয়

৪২. কোনটি শব্দ দূষণের ফলে হয়?

ক. মাটির উর্বরতা হ্রাস

খ. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি

গ. কর্মক্ষমতা হ্রাস

ঘ. পশুপাখির বাসস্থান ধ্বংস

উত্তর: গ. কর্মক্ষমতা হ্রাস

৪৩. বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কী হয়?

ক. মাটি দূষিত খ. পানি দূষিত

গ. বায়ু দূষিত ঘ. পরিবেশ দূষিত

উত্তর: ঘ. পরিবেশ দূষিত

৪৪. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কী?

ক. জমির উর্বরতা বৃদ্ধি

খ. তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি

গ. সমুদ্রপৃষ্ঠে পলি জমাট

ঘ. সমুদ্রে আবর্জনা ফেলা

উত্তর: খ. তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি

৪৫. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার অন্যতম কারণ কী?

ক. বায়ু দূষণ খ. মাটি দূষণ

গ. পানিদূষণ ঘ. শব্দ দূষণ

উত্তর: ঘ. শব্দ দূষণ

৪৬. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?

ক. গাছ কাটা খ. অধিক যানবাহন

গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. কলকারখানা

উত্তর: গ. জনসংখ্যা বৃদ্ধি

৪৭. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?

ক. ক্ষয় রোধ হয়

খ. লবণাক্ততা বাড়ে

গ. উৎপাদন ক্ষমতা কমে

ঘ. উর্বরতা বজায় থাকে

উত্তর: গ. উৎপাদন ক্ষমতা কমে

৪৮. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?

ক. দূষিত বায়ু খ. দূষিত পানি

গ. আর্সেনিকযুক্ত পানি ঘ. বাসি খাবার

উত্তর: খ. দূষিত পানি

৪৯. তোমার বাড়ির পাশে ইটভাটা থাকায় পরিবারের সদস্যরা প্রায়ই কাশিতে ভোগে এর কারণ-

ক. ইটভাটায় উঁচু চিমনী ব্যবহার না করা

খ. ইটভাটায় অনেক যন্ত্রপাতি ব্যবহার করা

গ. ইটভাটায় মাটি কাটার ফলে

ঘ. ইটভাটায় অনেক শ্রমিক কাজ করার ফলে

উত্তর: ক. ইটভাটায় উঁচু চিমনী ব্যবহার না করা

৫০. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিবে?

ক. খরার সময় খ. ঝড়ের সময়

গ. বৃষ্টির সময় ঘ. বন্যার সময়

উত্তর: ঘ. বন্যার সময়

জীবনের জন্য পানি

১. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?

ক. আর্সেনিক দ্বারা দূষণ

খ.কীটনাশক দ্বারা দূষণ

গ.কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ

ঘ.জীবাণু দ্বারা দূষণ

উত্তর: ক. আর্সেনিক দ্বারা দূষণ

২. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?

ক.মাটি খ.পানি

গ.বায়ু ঘ.আলো

উত্তর: খ. পানি

৩. উঁচু র্পবতের চূড়ায় পানি কী রূপে থাকে?

ক.পানি খ. জলীয় বাষ্প

গ. শিশির ঘ. বরফ

উত্তর: ঘ. বরফ

৪. যে নলকূপের পানেিত আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?

ক.নীল খ.লাল

গ.সবুজ ঘ.আকাশী

উত্তর: খ.লাল

৫. জীবনের জন্য কোনটি অবশ্যই প্রয়োজনীয়?

ক. গ্যাস খ. পানি

গ. মাটি ঘ.আলো

উত্তর: খ.পানি

৬. পৃথিবীতে পানির এক উৎস থেেক অন্য উৎসে চক্রাকারে ঘোরাকে কী বলে?

ক.পানিচক্র খ.পানি র্গূণন

গ.পানি দূষণ ঘ.পানি শোধন

উত্তর: ক.পানিচক্র

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে