শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

১. ইংল্যান্ডে কে সর্বপ্রথম সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন?

ক) রানী এলিজাবেথ

খ) রাজা অষ্টম হেনরি

গ) রাজা তৃতীয় এডওয়ার্ড

ঘ) স্যার উইলিয়াম হেনরি বিভারিজ

উত্তর: খ) রাজা অষ্টম হেনরি।

২. গিল্ড কী?

ক) সামাজিক সংঘ খ) বণিক সংঘ 

গ) সাংস্কৃতিক সংঘ  ঘ) রাজনৈতিক সংঘ

উত্তর: ক) সামাজিক সংঘ।

৩. 'ডি সাবভেনশন পাউপারুম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা কে ছিলেন?

ক) মার্টিন লুথার

খ) জোয়ান লুইস ভিভস

গ) বেঞ্জামিন থমসন

ঘ) ফাদার ভিনসেন্ট ডি  পল

উত্তর: খ) জোয়ান লুইস ভিভস।

৪. 'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় কত সালে? 

ক) ১৯৪৮ সালে খ) ১৯৫০ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর: ক) ১৯৪৮ সালে।

৫. কোন রোগের প্রার্দুভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়?

ক) ডায়রিয়া খ) ম্যালেরিয়া

গ) পেস্নগ ঘ) ডিফথেরিয়া

উত্তর: গ) পেস্নগ।

৬. ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি মূলত একটি-

র) শ্রমিক আইন

রর) মাতৃত্ব কল্যাণ আইন

ররর) ভিক্ষুক পুনর্বাসন আইন

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র.

৭. দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয় কোন দেশকে?

ক) ভারত খ) মার্কিন যুক্তরাষ্ট্র 

গ) ইংল্যান্ড ঘ) জার্মানি

উত্তর: গ) ইংল্যান্ড

৮. ইংল্যান্ডে দরিদ্র আইনগুলো করা হয়েছিল কোন শতাব্দীতে?

ক) দ্বাদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দীতে

খ) ত্রয়োদশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীতে

গ) পঞ্চদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে

ঘ) চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে

উত্তর: ঘ) চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে।

৯. প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাপী দান কার্যক্রমসহ সমাজসেবা কার্যক্রম পরিচালিত হতো কিসের ভিত্তিতে?

র) মানবপ্রেম

রর) সামাজিক দায়িত্ববোধ

ররর) ধর্মীয় অনুপ্রেরণা 

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ঘ) র, রর ও ররর. 

১০. ইংল্যান্ডে দরিদ্র আইনগুলোর মূল উদ্দেশ্য ছিল-

র) দরিদ্রদের অবস্থার উন্নয়ন

রর) ভিক্ষাবৃত্তি রোধ

ররর) সক্ষমদের কাজ করতে বাধ্য করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ঘ) র, রর ও ররর. 

১১. ত্রয়োদশ শতক পর্যন্ত ইংল্যান্ডে দরিদ্র ও অসহায় শ্রেণির মানুষকে সহায়তায় নিয়োজিত ছিল-

র) চার্চ রর) গির্জা

ররর) প্যারিস

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র ও রর.

১২. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ছিল-

ক) পূর্ববর্তী  দরিদ্র আইনগুলোর সংকলন

খ) সম্পূর্ণ একটি নতুন দরিদ্র আইন

গ) একটি পুনরুজ্জীবিত মৃত আইন

ঘ) পূর্বের আইনের একটি সংস্করণ

উত্তর: ক) পূর্ববর্তী  দরিদ্র আইনগুলোর সংকলন।

১৩. 'কম যোগ্যতার নীতি' কোন দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য?

ক) ১৬০১ সালের দরিদ্র আইনের 

খ) ১৮৩৪ সালের দরিদ্র আইনের 

গ) ১৯০৫ সালের দরিদ্র আইনের  

ঘ) বিভারিজ রিপোর্টের

উত্তর : খ) ১৮৩৪ সালের দরিদ্র আইনের। 

১৪. বিভারিজের সুপারিশের ওপর ভিত্তি করে ইংল্যান্ডে কয়টি সামাজিক আইন প্রণীত হয়?

ক) চারটি  খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর: খ) পাঁচটি।

১৫. ১৯৪৬ সালের বীমা আইন অনুযায়ী কয় ধরনের মাতৃত্ব সুবিধা দেয়া হয়?

ক) ৩ ধরনের খ) ৪ ধরনের

গ) ৫ ধরনের ঘ) ৬ ধরনের

উত্তর: ক) ৩ ধরনের।

১৬. ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৭ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর: ক) ১৮৬৯ সালে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে