পাবনার সাঁথিয়ায় এইচএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার অপরাধে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাঁথিয়ার ৩ নং কেন্দ্র আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে নকল করার দায়ে একলাস হোসেন নামের এক ছাত্রকে বহিষ্কার করা হয়। সে কেন্দ্রের বিএমটি শাখার ছাত্র রোল নং ৬৮৯৬৯৯।
জানা যায়, মঙ্গলবার সকালে কম্পিটার অফিস এপ্লিকেশন-২ পরীক্ষা চলাকালে নকল করার দায়ে জেলা সদর থেকে আসা ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচিব আব্দুল্লাহ হেলাল মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন, ওই পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার হয়েছে।