শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

৭. বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে?

ক. ধূলিকণা খ. বালিকণা

গ. বাষ্প ঘ. গ্যাস

উত্তর: গ.বাষ্প

৮. পানি ফুটতে শুরু করার পর আরও কত মিনিট পানিতে তাপ দিতে হয়?

ক. ২০ মিনিট খ. ২৫ মিনিট

গ. ৩৫ মনিটি ঘ. ৩৮ মিনিট

উত্তর: ক.২০ মিনিট

৯. কোনটি সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করে?

ক. বায়ু খ. র্সূয

গ. পানি ঘ. আর্দ্রতা

উত্তর: খ. র্সূয

১০. কোনটি মানুষের শরীরের তাপমাত্রা ঠিক রাখে?

ক. পানি খ. তাপ

গ. আলো ঘ. বাতাস

উত্তর: ক.পানি

১১. পানি জলীয়বাষ্প হয়ে কোথায় চলে যায়?

ক. পুকুরে খ. নদীতে

গ. সাগরে ঘ. বায়ুমন্ডলে

উত্তর: ঘ. বায়ুমন্ডলে

১২. নলকূপের মুখে কোন রং দেওয়া থাকলে তার পানি পান করা নিরাপদ?

ক. লাল খ. সবুজ

গ. হলুদ ঘ. কালো

উত্তর: খ.সবুজ

১৩. দূষিত পানি পানে নিচের কোনটি হতে পারে?

ক. পেটের পীড়া খ. হাত ও পায়ে ব্যথা

গ. মাথা ব্যথা ঘ. বুকে ব্যথা

উত্তর: ক. পেটের পীড়া

১৪. উদ্ভিদ মাটি থেকে পানি ছাড়াও শোষণ করে-

ক. প্রোটিন খ. খনিজ

গ. ভিটামিন ঘ. খাদ্যসার

উত্তর: খ.খনিজ

১৫. বায়ুমন্ডলে পানি কী অবস্থায় থাকে?

ক. জলীয়বাষ্প অবস্থায়

খ. তরল অবস্থায়

গ. কঠিন অবস্থায়

ঘ. গ্যাসীয় অবস্থায়

উত্তর: ক. জলীয়বাষ্প অবস্থায়

১৬. পানিকে সর্ম্পূণরূপে নিরাপদ করতে হলে কী করতে হবে?

ক. ফিটকিরি মেশাতে হবে

খ. বিস্নচিং পাউডার মেশাতে হবে

গ. হ্যালোজেন ট্যাবলেট মেশাতে হবে

ঘ. ফুটাতে হবে

উত্তর: ঘ. ফুটাতে হবে

১৭. নিচের কোনটি পানিতে মেশালে পানি কিছুটা জীবাণুমুক্ত হয়?

ক. ফরমালিন খ. স্যাকারিন

গ. ফিটকিরি ঘ. ক্যালসয়িাম র্কাবাইড

উত্তর: গ. ফিটকিরি

১৮. পানিকে বেশিরভাগ জীবাণু থেকে কীভাবে মুক্ত করা যায়?

ক. ফুিটয়ে খ. থিতিয়ে

গ. ছেঁকে ঘ. ঠান্ডা করে

উত্তর: ক. ফুটিয়ে

১৯. দূষিত পানি পান করলে মানুষ কোন রোগে আক্রান্ত্র হয়?

ক. গুটি বসন্ত খ. আর্সেনিকোসিস

গ. কলেরা ঘ. হাম

উত্তর: গ. কলেরা

২০. ডায়রিয়া কোন ধরনের রোগ?

ক. বায়ুবাহিত খ. পানিবাহিত

গ. পতঙ্গবাহিত ঘ. ছোঁয়াচে

উত্তর: খ. পানিবাহিত

২১. কোন পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকে?

ক. কুয়ার পানি খ. বিশুদ্ধ পানি

গ. নিরাপদ পানি ঘ. দূষিত পানি

উত্তর: ঘ. দূষিত পানি

২২. জীবনের জন্য কোনটি অবশ্যই প্রয়োজনীয়?

ক. পানি খ. বস্তু

গ. মাটি ঘ. শিক্ষা

উত্তর: ঘ. শিক্ষা

২৩. নলকূপের পানিতে কোন বিষাক্ত পর্দাথ পাওয়া গিয়েছে?

ক. পারদ খ. আয়রন

গ. আর্সেনিক ঘ. র্কাবন

উত্তর: গ. আর্সেনিক

২৪. কোনটি পানিবাহিত রোগ?

ক. যক্ষ্মা খ. কলেরা

গ. জলবসন্ত ঘ. ইনফ্লুয়ঞ্জো

উত্তর: গ. জলবসন্ত

২৫. তোমার বোন ডায়রিয়াতে ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?

ক. নদীর পানি খ. কূপরে পানি

গ. ফুটানো পানি ঘ. পুকুররে পানি

উত্তর: গ. ফুটানো পানি

২৬. সুপ্তি জানালা দিয়ে দেখল আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?

ক. নাইট্রোজনে খ. জলীয় বাষ্প

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজনে

উত্তর: খ. জলীয়বাষ্প

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে