বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা

১. পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়।-এটি কার উক্তি?

ক) গ্রীন উড খ) এ ই বেন

গ) এম জি থ্যাকারি ঘ) আর. এ স্কিডমোর

উত্তর:খ) এ ই বেন

২. কোন ভাষা থেকে 'পেশা' শব্দটির উৎপত্তি?

ক) ফারসি খ) ল্যাটিন

গ) গ্রিক ঘ) ইংরেজি

উত্তর:ক) ফারসি

৩. সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে-

ক) আত্মসচেতনতা খ) ব্যক্তিস্বাতন্ত্রীকরণ

গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার ঘ) সামাজিক ন্যায়বিচার

উত্তর:গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার

৪. মূল্যবোধ একটি-

ক) বিমূর্ত ধারণা খ) মূর্ত ধারনা

গ) আদর্শ ধারণা ঘ) সঠিক ধারণা

উত্তর:ক) বিমূর্ত ধারণা

৫. সমাজকর্মের পেশাগত সম্পর্ককে কি বলে?

ক) এডাপটেশন খ)র্ যাপো

গ) কেস স্টাডি ঘ) রিপোর্ট

উত্তর:খ)র্ যাপো

উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।

জারিফ কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরিতে যোগদান করে জীবিকা নির্বাহ করছে।

৬. জারিফের চাকরি কোন ধরনের আয় ব্যবস্থা?

ক) চাকরি খ) পেশা গ) বৃত্তি ঘ) আত্মকর্মসংস্থান

উত্তর:খ) পেশা

৭. পেশা নির্বাচিত হয়- 

ক) দেশে-বিদেশে অবস্থানের ভিত্তিতে

খ) জ্ঞানের প্রয়োগের ভিত্তিতে

গ) পেশার মানদন্ডের ভিত্তিতে 

ঘ) বেশি বেশি উপার্জনের ভিত্তিতে

উত্তর:গ) পেশার মানদন্ডের ভিত্তিতে 

স্বনির্ভরতা অর্জন

\হব্যক্তির মূল্য-মর্যাদা স্বীকৃতি

?

সম্পদের সদ্ব্যবহার

৮. ছকের '?' স্থানটিতে কোনটি বসবে?

ক) শিক্ষকতার পেশার মূল্যবোধ

খ) সমাজকর্ম পেশার মূল্যবোধ 

গ) ওকালতি পেশার মূল্যবোধ 

ঘ) ডাক্তারি পেশার মূল্যবোধ

উত্তর:খ) সমাজকর্ম পেশার মূল্যবোধ 

৯. পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয়-

র) সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে

রর) তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে

ররর) অর্থ উপার্জনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর:ক) র ও রর

১০. 'পেশা' শব্দটির ইংরেজি শব্দ কী?

ক) ঙপপঁঢ়ধঃরড়হ খ) চৎড়ভবংংরড়হ

গ) ঔড়ন ঘ) ঊসঢ়ষড়ুসবহঃ

উত্তর:খ) চৎড়ভবংংরড়হ

১১. একে অপরের কার্যাবলীর ওপর হস্তক্ষেপ না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে বলা হয়-

ক) ব্যক্তি স্বাধীনতা খ) স্বাধীনতা

গ) স্বেচ্ছাচারিতা ঘ) পরাধীনতা

উত্তর:ক) ব্যক্তি স্বাধীনতা

১২. সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি?

ক) গোপনীয়তা খ) গণতান্ত্রিক অধিকার

গ) মানব মর্যাদার স্বীকৃতি  ঘ) আত্মনিয়ন্ত্রণ অধিকার 

উত্তর:ঘ) আত্মনিয়ন্ত্রণ অধিকার

১৩. বিমল নদীতে মাছ ধরে সংসার চালান। তার এ কাজকে বৃত্তি বলা হয়, কারণ-

র) এতে উচ্চ প্রশিক্ষণের দরকার হয় না 

রর) শারীরিক সামর্থ্য দরকার হয়না

ররর) সামাজিক স্বীকৃতি দরকার হয় না

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: গ) র ও ররর

\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে