প্রশ্ন:পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো-
উত্তর:লাস্ট সাপার।
প্রশ্ন:নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম-
উত্তর:দি হিউম্যান ফ্যাক্টর।
প্রশ্ন:পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য-
উত্তর:গিলগামেস।
প্রশ্ন:আন্তর্জাতিক অর্থ তহবিল (ওগঋ) এর কার্যক্রম শুরু করে-
উত্তর:১৯৪৭ সালে।
প্রশ্ন:হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম-
উত্তর:গেস্টাপো।
প্রশ্ন:হিটলারের আত্মজীবনীগ্রন্থ-
উত্তর:গবরহ কধসঢ়ভ
প্রশ্ন:জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা-
উত্তর:ম্যাজিনো লাইন।
প্রশ্ন:নীল নদের উৎপত্তি হয়েছে-
উত্তর:ভিক্টোরিয়া হ্রদে।
প্রশ্ন:বার্লিন প্রাচীর তৈরি করা হয়-
উত্তর:১৯৬১ সালে।
প্রশ্ন:বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য-
উত্তর:১৫৫ কি.মি.
প্রশ্ন:ইতিহাস বিখ্যাত "ট্রয় নগরী"-
উত্তর:তুরষ্কে।
প্রশ্ন:সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র-
উত্তর:ইন্দোনেশিয়া।
প্রশ্ন:জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৭৩ সালে।
প্রশ্ন:ক্রিস্টোফার কলম্বাস-
উত্তর:ইতালির নাবিক।
প্রশ্ন:বার্লিন প্রাচীরের পতন ঘটে-
উত্তর:১৯৮৯ সালের ৯ নভেম্বর।
প্রশ্ন:পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়-
উত্তর:ব্যাবিলনে।
প্রশ্ন:পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয়-
উত্তর:১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে)।
প্রশ্ন:হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন-
উত্তর:১৯৩৩ সালে।
প্রশ্ন:জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর-
উত্তর:অ্যাঞ্জেলা মার্কেল।
প্রশ্ন:গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা-
উত্তর:ডেনমার্ক।
প্রশ্ন:জার্মানির আইনসভা-
উত্তর:বুনডেসটাগ।
প্রশ্ন:পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়-
উত্তর:ভারতে।
প্রশ্ন:জাতিসংঘের অফিসিয়াল ভাষা-
উত্তর:৬টি।
প্রশ্ন:জার্মানিতে চ্যান্সেলর পদটি-
উত্তর:প্রধানমন্ত্রীর সমতুল্য পদ।
প্রশ্ন:আফগানিস্তানের প্রধান ভাষা-
উত্তর:পশতু।
প্রশ্ন:গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা নাম-
উত্তর: আফ্রোডাইট।
প্রশ্ন:'এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।"-
উত্তর: কার্ল মার্কস।
প্রশ্ন:প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল-
উত্তর:ইরান।