বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

২৬. কোনটির মাধ্যমে সামাজিক কার্যক্রম পূর্ণতা পায়?

ক) গবেষণা খ) মূল্যায়ন

গ) কার্যকরণ স্তর ঘ) সমাধান পরিকল্পনা

উত্তর: খ) মূল্যায়ন

২৭. সামাজিক কার্যক্রমের সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?

ক) সমাজসেবা

খ) সামাজিক দল

গ) সামাজিক আন্দোলন

ঘ) সমাজকর্ম গবেষণা

উত্তর: গ) সামাজিক আন্দোলন

২৮. সমাজকল্যাণ প্রশাসনের কাজ কোনটি?

ক) গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি

খ) নিয়মতান্ত্রিক পরিবেশ সৃষ্টি

গ) প্রশাসনিক প্রক্রিয়া

ঘ) সেবামূলক কাজ

উত্তর: খ) নিয়মতান্ত্রিক পরিবেশ সৃষ্টি

২৯. সামাজিক কার্যক্রমের সচেতন কৌশল কোনটি?

ক) গণযোগাযোগ

খ) বিধান পরিষদ

গ) আইনের উন্নয়ন

ঘ) শিক্ষামূলক প্রচারণা

উত্তর: ঘ) শিক্ষামূলক প্রচারণা

৩০. সমাজের কাঙ্‌িক্ষত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্‌িক্ষত পরিবর্তনকে বাধা প্রদান করার উপায় কী?

ক) সামাজিক প্রশাসন

খ) সামাজিক নিয়ন্ত্রণ

গ) সামাজিক সংস্কার

ঘ) সামাজিক কার্যক্রম

উত্তর: ঘ) সামাজিক কার্যক্রম

৩১. গবেষণা প্রস্তাবনার মাধ্যমে জানা যায়-

র) গবেষণার প্রয়োজনীয়তা ও গুণগত মান

রর) গবেষণা পরিচালনার প্রাথমিক নকশা

ররর) গবেষণার সামগ্রিক দিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ঘ) র, রর ও ররর 

৩২. গবেষণা সাধারণত কয় প্রকার?

ক) দুই প্রকার খ) তিন প্রকার

গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার

উত্তর: ক) দুই প্রকার

৩৩. "গবেষণা হচ্ছে এমন এক বিজ্ঞানসম্মত অনুসন্ধান প্রক্রিয়া,যা প্রচলিত জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে এবং যা প্রচার ও যাচাইযোগ্য।"- উক্তিটি করেছেন কে?

ক) ড.অ. ঋৎরবফষধহফবৎ

খ) ঊৎহবংঃ এৎববহড়িড়ফ

গ) ঘড়ৎসধহ অ. চড়ষধহংশু

ঘ) গধপওাবৎ

উত্তর: গ) ঘড়ৎসধহ অ. চড়ষধহংশু

৩৪. 'অনুঘটক' বলতে বুঝায়-

র) যে নিজে পরিবর্তিত হয় এবং অপরকে পরিবর্তন করে

রর) যে শুধু নিজে পরিবর্তিত হয়

ররর) যে নিজে পরিবর্তন হয় না,কিন্তু অপরকে পরিবর্তন ঘটায়

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) র, রর ও ররর 

উত্তর:গ) ররর

সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম

১. "সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবেলায় একটি যৌথ প্রয়াস।"- উক্তিটি কার?

ক) অ ঊ ইবহহ

খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

গ) ডরষনবৎঃ ঊ গড়ড়ৎব

ঘ) জরপযধৎফ গ ঞরঃসধংং

উত্তর: খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

২. সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি?

ক) সামাজিক কার্যক্রম

খ) সামাজিক নীতি

গ) সামাজিক উন্নয়ন

ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর: খ) সামাজিক নীতি

৩. কোনটি সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়?

ক) নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ

খ) নীতির বিষয়াদি বিশ্লেষণ

গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ

ঘ) নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন

উত্তর: গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ

৪. সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি?

ক) পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব

খ) দক্ষ কর্মীর অভাব

গ) জনগণের সচেতনতা ও অংশগ্রহণের অভাব

ঘ) তথ্যের অভাব 

উত্তর: ঘ) তথ্যের অভাব 

৫. জাতীয় উন্নয়নের পূর্বশর্ত কী?

ক) রাজনৈতিক স্থিতিশীলতা খ) শিক্ষা

গ) সচেতনতা ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর: খ) শিক্ষা

৬. সামাজিক নীতি প্রণয়নে যে উপাদানগুলো সক্রিয় থাকে তা হলো-

র) সামাজিক

রর) রাজনৈতিক

ররর) পারিবারিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র ও রর

৭. বাংলাদেশে কত সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?

ক) ১৯৭৯ সালে খ) ১৯৭৭ সালে

গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৭৪ সালে

উত্তর: ঘ) ১৯৭৪ সালে

৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুরুষের

অনুপাত কত?

ক) ১০০:১০২ খ) ১০১:১০০ 

গ) ১০২:১০০ ঘ) ১০০:১০৩ 

উত্তর: ক) ১০০:১০২

৯. পরিকল্পনা কীভাবে সার্থকতা লাভ করে?

ক) কর্মসূচি প্রণয়নের মাধ্যমে

খ) কর্মসূচি মূল্যায়নের মাধ্যমে

গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

ঘ) কর্মসূচির পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে

উত্তর: গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

১০. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি?

ক) মূল্যায়ন

খ) পরীক্ষামূলক অনুশীলন

গ) কমিটি গঠন

ঘ) নীতি চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন

উত্তর: খ) পরীক্ষামূলক অনুশীলন

১১. জনসংখ্যা নীতির ফলে-

র) জনগণ সচেতন হবে

রর) জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে

ররর) জনসংখ্যা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র,রর ও ররর 

উত্তর: ক) র ও রর

১২. কত সালে বাংলাদেশের প্রথম নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়? 

ক) ১৯৯৩ সালে খ) ১৯৯৭ সালে

গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে

উত্তর: খ) ১৯৯৭ সালে

১৩. পরিকল্পিত সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে-

ক) সামাজিক আইন

খ) সামাজিক নীতি

গ) সামাজিক সচেতনতা

ঘ) সামাজিক পরিকল্পনা 

উত্তর: ঘ) সামাজিক পরিকল্পনা 

১৪. বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান সমস্যা হলো-

ক) বিদেশি বিনিয়োগ কম

খ) রাজনৈতিক অস্থিতিশীলতা

গ) অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব

ঘ) দক্ষ নীতিনির্ধারকের অভাব

উত্তর: গ) অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব

১৫. নীতি বাস্তবায়নের সমাজকর্মের মুখ্য কাজ কোনটি?

ক) প্রনীত নীতিকে আইনে পরিণত করা

খ) প্রণীত নীতি বাস্তবায়ন করা

গ) প্রণীত নীতি সংসদে উপস্থাপন করা

ঘ) প্রণীত নীতি বাস্তবায়ন না করা

উত্তর: খ) প্রণীত নীতি বাস্তবায়ন করা

১৬.ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রক্রিয়া কোনটি?

ক) পরিকল্পনা

খ) সামাজিক নিয়ন্ত্রণ

গ) সামাজিক গবেষণা

ঘ) প্রেষণা প্রদান

উত্তর:ক) পরিকল্পনা

১৭. কোনটি আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা?

ক) প্রকৌশল শিক্ষা খ) নৈতিক শিক্ষা

গ) উপানুষ্ঠানিক শিক্ষা ঘ) বয়স্ক শিক্ষা 

উত্তর: গ) উপানুষ্ঠানিক শিক্ষা

১৮.সামাজিক নীতি হলো-

র) সরকার কর্তৃক গৃহীত সুশৃঙ্খল নিয়ম-নীতি 

রর) কোন কর্মসূচি গ্রহণের পূর্ব পরিকল্পনা

ররর) কোন কর্মসূচি গ্রহণের পরবর্তী পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র ও রর

১৯. এক বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলা হয়?

ক) প্রেক্ষিত পরিকল্পনা

খ) বার্ষিক পরিকল্পনা

গ) পঞ্চবার্ষিক পরিকল্পনা

ঘ) আংশিক পরিকল্পনা 

উত্তর: খ) বার্ষিক পরিকল্পনা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে