৪০. ইবোলা কীভাবে সংক্রমিত হয়?
ক. দূষিত বায়ুর মাধ্যমে
খ. দূষিত পানির মাধ্যমে
গ. কোন প্রাণীর কামড়ে
ঘ. রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
উত্তর: ঘ. রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
৪১. কোন ছোঁয়াচে রোগটি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলেও ছড়ায় না?
ক. ফ্লু খ. ইবোলা
গ. এইডস ঘ. হাম
উত্তর: গ. এইডস
৪২. সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। কারণ সুষম খাদ্য দের্হেত
ক. জীবাণু ধ্বংস করে
খ. কাঠামো সুগঠিত করে
গ. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ঘ. শক্তি বৃদ্ধি পায়
উত্তর: গ. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৪৩. কোন ছোয়াচে রোগটি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়-চোপড় ব্যবহারে ছড়ায় না?
ক. ফ্লু খ. ইবোলা
গ. হাম ঘ. এইডস
উত্তর: ঘ. এইডস
৪৪. বয়ঃসন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
ক. গলার স্বর পরিবর্তন হয় খ. চুল গজায় গ. দ্রম্নত লম্বা হওয়া ঘ. ঘুম বেড়ে যায়
উত্তর: গ. দ্রম্নত লম্বা হওয়া
৪৫. বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন পরিবর্তনটি দেখা যায়?
ক. গলার স্বর পরিবর্তন হয়
খ. ঘুম বেড়ে যায়
গ. লেখাপড়ায় মনোযোগী হয়
ঘ. খেলাধুলায় মনোযোগী হয়
উত্তর: ক. গলার স্বর পরিবর্তন হয়
৪৬. বয়ঃসন্ধিকালে শরীরের যত্নে কোনটি করতে হবে?
ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ
খ. বেশি ঘুমানো
গ. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া
ঘ. নিয়মিত পড়াশোনা করা
উত্তর: ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ
৪৭. বয়ঃসন্ধিকালে কোন দিকটি বেড়ে যায়?
ক. আবেগের দিক খ. অলসতার দিক
গ. সৌন্দর্যের দিক ঘ. বন্ধুভাবাপন্নতার দিক
উত্তর: ক. আবেগের দিক
৪৮. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?
ক. কুকুর খ. প্রজাপতি
গ. মশা ঘ. মাছি
উত্তর: গ. মশা
৪৯. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?
ক. সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ
গ. শরীরের গঠন পরিবর্তন
ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া
উত্তর: গ. শরীরের গঠন পরিবর্তন
৫০. জলাতঙ্ক রোগের জীবাণুর বাহক কোন প্রাণী?
ক. গরু খ. কুকুর
গ. বাদুড় ঘ. মশা
উত্তর: খ. কুকুর
৫১. জলাতঙ্ক কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. প্রাণীবাহিত
গ. ছোঁয়াচে ঘ. বায়ুবাহিত
উত্তর: খ. প্রাণীবাহিত
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:বায়ুবাহিত রোগ কী?
উত্তর: যেসব রোগের জীবাণু হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে ছড়ায় সেগুলো বায়ুবাহিত রোগ। যেমন : হাম, যক্ষ্ণা ইত্যাদি।
প্রশ্ন:তিনটি সংক্রামক রোগের নাম লিখ।
উত্তর: তিনটি সংক্রামক রোগের নাম : র. হাম; রর. গুটি বসন্ত; ররর. কলেরা।
প্রশ্ন:ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় লিখ।
উত্তর: ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় নিম্নরূপ :
(র) চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। (রর) কোনো বন্ধ স্থানে এক নাগাড়ে পানি যেন জমা হয়ে না থাকে এ ব্যাপারে লক্ষ রাখা।
প্রশ্ন:এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
উত্তর: এডিস মশা সাধারণত সকাল এবং সন্ধ্যার পূর্বে কামড়ায়।
প্রশ্ন:সংক্রামক রোগ কী?
উত্তর: যেসব রোগ আক্রান্ত রোগীর সংস্পর্শে এক দেহ হতে অন্য দেহে ছড়ায় সেসব রোগকে সংক্রামক রোগ বলে।
প্রশ্ন:সংক্রামক রোগের প্রকারগুলো কী কী?
উত্তর: সংক্রামক রোগের প্রকারগুলো হলো :
১. বায়ুবাহিত রোগ, ২. পানিবাহিত রোগ, ৩. ছোঁয়াচে রোগ ও ৪. প্রাণী ও পোকামাকড়বাহিত সংক্রামক রোগ।
প্রশ্ন:কয়েকটি জীবাণুর নাম উলেস্নখ কর।
উত্তর: কয়েকটি জীবাণু হলো : ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি।
প্রশ্ন:ছোঁয়াচে রোগ বলতে কী বোঝায়?
উত্তর: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমিত হয় তাই ছোঁয়াচে রোগ।
প্রশ্ন:কয়েকটি পানিবাহিত রোগের নাম লেখ।
উত্তর: কয়েকটি পানিবাহিত রোগ হলো : ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি।
প্রশ্ন:মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুইটি রোগের নাম লেখ।
উত্তর: মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুইটি রোগ হলো : ম্যালেরিয়া ও ডেঙ্গু।
প্রশ্ন:কুকুরের কামড়ের মাধ্যমে কী রোগ ছাড়ায়?
উত্তর: কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়।
প্রশ্ন:পানিবাহিত রোগ কাকে বলে?
উত্তর: যেসব রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলে।
প্রশ্ন:তিনটি বায়ুবাহিত রোগের নাম লেখ।
উত্তর: বায়ুবাহিত রোগের তিনটি উদাহরণ হলো- ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম ইত্যাদি।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়