বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুস্তাফিজকে সফল হতে দেবে না শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ২১:১১
মুস্তাফিজকে সফল হতে দেবে না শ্রীলংকা
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান 

ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামবেন মুস্তাফিজুর রহমান। এর আগে আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। আর তাই বোলিংয়ে মুস্তাফিজ সফল হতে না পারে পরিষ্কার সেই প্ল্যান করেই মাঠে নামবে লংকানরা।

মঙ্গলবার (১ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, মুস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার প্ল্যান আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’

পরে বাংলাদেশ-শ্রীলংকার উত্তপ্ত লড়াই প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘অবশ্যই (এক্সাইটিং সিরিজ আশা করছি)। আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে রাইভালরি মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই; এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।’

এ ছাড়া ম্যাচের উইকেট প্রসঙ্গে আসালাঙ্কা জানান, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, কালকের দিকে তাকিয়ে আছি।’

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। অনেকেই দুই দেশকে রাইভাল বললেও লংকান অধিনায়কের মতে তারা ভালো বন্ধু।

আসালাঙ্কার ভাষ্য, অবশ্যই এক্সাইটিং সিরিজ আশা করছি। আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে রাইভালরি মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই; এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে