মার্চ মাস থেকেই পেশাগত কাজ অভিনয় থেকে দূরে ছিলেন এই প্রজন্মের ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিরতি শেষে কাজে ফিরে আবারও আগের মতোই ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে তানিয়া বৃষ্টি শেষ করেছেন সজীব মাহমুদের পরিচালনায় 'ভাগের গাড়ি' নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন জোভান। এছাড়াও আগামী মাসজুড়েই তানিয়া বৃষ্টি বেশ কয়েকটি খন্ড নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। আগামী কিছুদিন তানিয়া বৃষ্টি আরো যে চারটি নাটকের কাজ করবেন সেগুলো হচ্ছে রাইসুল তমালের 'কেউ নেই', শাহ রাকিব মোহাম্মদের 'হুগনা নিজাম', অলোক হাসানের 'ভাইয়া ছঁ্যাকা খাইতে চায়না' ও মোরসালিন শুভ'র 'ব্রাক টু দ্যা প্যাভিলিয়ান'। এছাড়াও আরো বেশকিছু নাটকের ব্যাপারে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে বলে জানান তানিয়া বৃষ্টি। বিরতির পর অভিনয়ে ফিরে তানিয়া বলেন, 'এক সময় আমার খুব পছন্দের কাজ ছিল অভিনয়। সময়ের ধারাবাহিকতায় এখন অভিনয়ই আমার পেশা। করোনার কারণে মাঝে যে কদিন অভিনয় থেকে দূরে ছিলাম ততদিনই আসলে খারাপ লাগছিল। এখন বিরতির পর অভিনয়ে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছি। আজ থেকে নতুন আরেকটি নাটকের কাজ শুরু করছি। স্বাস্থ্যবিধি মেনেই সবাই শুটিং করছেন। আমিও যথাযথ নিয়ম মেনেই শুটিং করছি। যেহেতু অভিনয়ই আমার পেশা, তাই শুটিংতো করতেই হবে, যতটা সচেতন থেকে শুটিং করা যায় ততটাই নিজের জন্য মঙ্গল।'