বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নতুন জুটি আরজু-আঁচল

বিনোদন রিপোর্ট
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
নতুন জুটি আরজু-আঁচল
নতুন জুটি আরজু-আঁচল

সিনেমায় নতুন জুটি হিসেবে যাত্রা শুরু হলো চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল আঁখির। একই সময়ে সিনেমায় দু'জনের যাত্রা শুরু হলেও এবারই প্রথম তারা দু'জন একসঙ্গে একই সিনেমায় কাজ শুরু করেছেন। জাফর আল মামুনের পরিচালনায় 'এক পশলা বৃষ্টি' নামের নতুন এই সিনেমায় আরজু ও আঁচল গতকাল থেকে একসঙ্গে কাজ শুরু করেছেন। সিনেমার গল্প লিখেছেন সানী আলম। রাজধানীর উত্তরার ১২নং সেক্টরের নতুন মন্দিরা শুটিং হাউজে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়ক আরজু বলেন, এই সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে আমার প্রথম সিনেমা 'তুমি আছো হৃদয়ে' এবং এর পরিচালক হাছিবুল ইসলাম মিজান ভাইয়ের কথা বারবার মনে পড়ছে। কারণ দর্শক এখনো আমাকে সেই সিনেমাটির জন্য প্রায় সময়ই বিশেষ বিশেষ কিছু কথা বলেন, তখন নিজেরই ভালো লাগে। মনে পড়ছে আমার ফ্যাশন আইকন, আমার প্রিয় নায়ক সালমান শাহ'র কথা। কারণ তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি সিনেমায় এসেছি। প্রতিটি মুহূর্তে আমার তাকে মনে পড়ে। 'এক পশলা বৃষ্টি' যেন বারবার আমার মাঝে 'তুমি আছো হৃদয়ে'কে ছুঁয়ে দিয়ে যায়। একটি অসাধারণ গল্প এক পশলা বৃষ্টি। আঁচলের সঙ্গে আমার প্রথম কাজ। দু'জনে মিলে গল্পটাকে দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা থাকবে। অবশ্যই ধন্যবাদ শ্রদ্ধেয় শাহীন সুমন ভাই এবং শাপলা মিডিয়াকে আমাকে নতুন তিনটি সিনেমায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে