জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। এক সময় অভিনয়ে দারুণ ব্যস্ত সময় কাটলেও এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন লেখালেখি নিয়ে। অভিনেত্রীর বাইরে লেখিকা হিসেবেও তার সুনাম রয়েছে। সাহিত্যের সঙ্গে তার যোগসাজশ সেই ছেলেবেলা থেকে। এর আগে 'নীল ক্যাফের কবি' নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন তিনি। পাশাপাশি পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার। এবার তিনি নিজের লেখা প্রথম গল্পের বই নিয়ে আসছেন। মার্চে বইমেলা ২০২১ সামনে রেখে গল্পের বই নিয়ে প্রস্তুত কুসুম সিকদার। বইয়ের নাম 'অজাগতিক ছায়া', প্রচ্ছদ করেছেন ধ্রম্নব এষ। বইটি প্রকাশ পাবে তাম্রলিপি প্রকাশনী থেকে। কুসুম জানান, 'এর আগে আমার লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই গল্প লেখার চেষ্টা করছি। এর আগে একটি বড় গল্প ডেইলি স্টার পত্রিকার ঈদ সংখ্যায় ছাপা হয়, এরপর গত বছর আরও একটি গল্প ছাপা হয় বাংলা ট্রিবিউনের ঈদ সংখ্যায়। তাই সাহস করে আসছে বইমেলায় গল্পের বই প্রকাশের উদ্যোগ নিয়েছি। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রম্নব এষ।'
'অজাগতিক ছায়া' বইটি নিয়ে 'লাল টিপ' খ্যাত এই নায়িকা বলেন, বইটির 'শরতের জবা' এবং 'ছায়াকাল'- দুটি গল্পই রহস্য রোমাঞ্চকর এবং দুটি গল্পেরই বর্ণনা ভৌতিক, অতি প্রাকৃতিক। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলো হঠাৎ করেই অলৌকিকভাবে, দিন ও রাতের নির্দিষ্ট কিছু প্রহরে কতিপয় অজাগতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। যেগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে তারা সময়ের এক অপার্থিব চোরাবালিতে ডুবে যেতে থাকে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd