দর্শকপ্রিয়তা থাকতেই শেষ হচ্ছে অভিনেত্রী শিল্পী সরকার অপুর নাম ভূমিকায় অভিনয় করা ধারাবাহিক নাটক 'আম্মা'। মাসুম শাহরিয়ার রচিত ও আবু হায়াত মাহমুদ পরিচালিত চ্যানেল আইতে প্রচারিত চলতি এই ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় অভিনয় করে দেশের প্রথিতযশা অনেক অভিনয় শিল্পীর কাছ থেকেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন শিল্পী সরকার অপু। 'আম্মা' নাটকে আম্মার বড় মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী, পরিচালক তানিয়া আহমেদ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd