দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল 'বড্ড ভালোবাসি' সিনেমাটি। চলচ্চিত্র। সিনেমাটির প্রযোজক ও নায়িকা সুলতানা রোজ নিপা বলেন, এই সিনেমার সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মনে হলো আমি পরীক্ষায় পাস করলাম। তাছাড়া সেন্সর বোর্ডের সবাই আমাদের সিনেমা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা এটি একটি টিমওয়ার্কের ফসল। আমাদের ইচ্ছা আছে আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার।
জুয়েল ফারসির পরিচালনায় এ সিনেমায় নিপার বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা অমিতাভ ভট্টাচার্য ও এপার বাংলার হাছিব খান শান্ত। আরও অভিনয় করেছেন কলকাতার বিশ্বজিং চক্রবর্তী, নানা শাহ, সুব্রত, মৌ চৌধুরীসহ আরও অনেকে।
এদিকে সুলতানা রোজ নিপার মুক্তি অপেক্ষায় আছে, 'টাকা বড় না শিক্ষা বড়', 'বাউল নেত্রী', সালমান শাহ স্মরণে 'স্বপ্নের নায়ক' এবং 'টাইটনিক বিডি'। নবাগত এ নায়িকা জানালেন ছবিগুলোর কাজ শেষ এখন শুধু মুক্তির অপেক্ষা।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd