হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। যিনি বিশ্বব্যাপী আলোচিত 'টাইটানিক' সিনেমার অভিনেতা। সম্প্রতি মাইক্রোবস্নগিং সাইট টুইটারে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন-সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার 'মেরিন প্রটেক্টেড এরিয়া' হিসেবে ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন 'টাইটানিক' সিনেমাখ্যাত এই তারকা অভিনেতা। টুইটে লিওনার্দো লিখেছেন, 'বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন জানাই সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল তৈরি করার জন্য, যা জীববৈচিত্র্যকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবালপ্রাচীরকে দেবে আবাসভূমি।'
জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্দোলনে বেশ সক্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিও। অনেকদিন থেকেই জঙ্গল বাঁচানো, গাছ কাটা বন্ধসহ নানা প্রকল্পের সঙ্গে যুক্ত এই অভিনেতা। কিছুদিন আগে এই কাজের জন্য তাকে সম্মান জানিয়েছে 'রয়্যাল বোটানিক গার্ডেন্স'-এর বিজ্ঞানীরা। লন্ডনে অবস্থিত 'রয়্যাল বোটানিক গার্ডেন্স'-এর একটি নতুন প্রজাতির গাছের নামকরণ হয়েছে লিওনার্দোর নামে। গাছটির নাম দেওয়া হয়েছে 'ইউভ্যারিওপসিস ডিক্যাপ্রিও। তিনি শুধু অভিনেতাই নন একজন প্রযোজকও। তাকে প্রায়ই জীবনীনির্ভর ও কালসীমানির্ভর চলচ্চিত্রে এবং প্রথার বাইরের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ২০১৯ সাল মোতাবেক, তার চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী $৭.২ বিলিয়ন আয় করেছে এবং বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনয়শিল্পীর বার্ষিক তালিকায় তিনি অষ্টম স্থান অধিকার করেন। তিনি বহু পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং একবার একাডেমি পুরস্কার, তিনবার গোল্ডেন গেস্নাব পুরস্কার ও একবার বাফটা পুরস্কার লাভ করেছেন। লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী ডিক্যাপ্রিওর কর্মজীবন শুরু হয় পাঁচ বছর বয়সে কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও শিক্ষামূলক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ১৪ বছর বয়সে টেলিভিশন বিজ্ঞাপনে আসেন। ১৯৯০ সালে ডিক্যাপ্রিও প্রথম টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান। ডিক্যাপ্রিও চলচ্চিত্রে অভিষেক
হয় ১৯৯১ সালে কমেডি বিজ্ঞান
কল্পকাহিনী ক্রিটারস ৩ দিয়ে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd