শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

'আমি প্রপার সিঙ্গেল':শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক চর্চা চলতেই থাকে নেটদুনিয়ায়। তার প্রেম, বিয়ে নিয়ে নেটিজেনদের চর্চার শেষ নেই। যদিও এসব নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই নায়িকার। তবে এবার সবকিছুকে পেছনে ফেলে নিজেকে সিঙ্গেল এবং ভার্জিন বলে দাবি করলেন শ্রাবন্তী। তার কথায়, 'আমি প্রপার সিঙ্গেল'। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ব্যবহার করা অভিনেত্রীর এমন কথা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় উঠেছে। তিন বিবাহ করে চার নম্বর সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্বের বিষয়। সবটা নিয়েই ইতোমধ্যে নায়িকা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আলোচিত হচ্ছেন। শ্রাবন্তী কবে চতুর্থ বিয়ে করছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন, 'আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার-পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ-কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না।' তার এমন মন্তব্যে নেটিজেনরা রীতিমতো চমকে গেছেন। ১৯৯৭ সালে 'ময়ার বাঁধন'-এ অভিনয়ের মাধ্যমে তার বর্ণালি জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ ছিল 'চ্যাম্পিয়ন'। একই বছরে মাত্র ১৬ বছর বয়সে তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারি হয়ে যান। এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে। ২০০৮ সালে আবারও 'ভালোবাসা ভালোবাসা' সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন। ২০১৩ সালে তিনি রবি কিনাগী পরিচালিত জিতের বিপরীতে 'দিওয়ানা' এবং অপর্ণা সেন পরিচালিত 'গয়নার বাক্স'-তে অভিনয় করেন। এর পর আরও কিছু সিনেমায় অভিনয় করেন। ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনার 'শিকারি' সিনেমায় অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার 'যদি একদিন'-এও অভিনয় করেন।

পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার পর তাকে ডিভোর্স দেন শ্রাবন্তী। এরপর কৃষাণ বিরাজ নামক একজন মডেলকে বিয়ে করলেও পরবর্তী সময়ে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তারপর শ্রাবন্তী ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন। মাঝে অভিনেত্রীর চতুর্থ প্রেমের গুজব উঠলেও তা এখন শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে