সা ক্ষা ৎ কা র
আনন্দ নিয়ে বাঁচতে চাইকুমার বিশ্বজিৎ- বাংলাদেশের বরেণ্য এক সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকেই গানের প্রতি আলাদা এক টান ছিল একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া এই গায়কের। বহুল জনপ্রিয় 'তোরে পুতুলের মতো করে সাজিয়ে' গানটি দিয়েই সঙ্গীত ভুবনে আলোড়ন তোলেন। এরপর আর পেছনের দিকে একবারও তাকাতে হয়নি চিরসবুজ খ্যাত এই তারকাকে। সঙ্গীত জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। তার গাওয়া অনেক গানই এ প্রজন্মের কণ্ঠশিল্পীদের গাইতে দেখা যায়। এরই মধ্যে ক্যারিয়ারের চার দশক পার করেছেন কুমার বিশ্বজিৎ। চলমান ব্যস্ততা, নতুন বছরের ভাবনাসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর বিপস্নব