মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আইসিইউতে জিনাত বরকতউলস্নাহ

বিনোদন রিপোর্ট
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০
আইসিইউতে জিনাত বরকতউলস্নাহ

বিটিভির একেবারে প্রথম থেকেই যারা শিল্পী হিসেবে যুক্ত আছেন তাদের অন্যতম নৃত্যশিল্পী জিনাত বরকতউলস্নাহ। একুশে পদকপ্রাপ্ত এ নৃত্যশিল্পী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণের কারণে তাকে পাঁচ দিন ধরে এ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই তাকে হাসপাতালে যেতে হচ্ছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয় বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউলস্নাহকে। তার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউলস্নাহ। বিজরী লিখেছেন, 'বিভিন্ন টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বেলায় আম্মার শারীরিক অবস্থার অদল-বদল হচ্ছে। এই ভালো তো এই অনেক খারাপ। প্রথম দিকে কিছুটা ভালো শব্দটি শুনলে খুব খুশি হয়ে যেতাম কিন্তু এখন অতটা খুশি হতে পারি না। কেন যেন মনের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করে, আবার না জানি কী সংবাদ শুনতে হবে।' তিনি লেখেন, 'এই নিয়ে আমার মা তিনবার আইসিইউতে (একবার লাইফ সাপোর্টসহ) আছেন। জীবন এবং মৃতু্যর বড় বড় তাৎক্ষণিক ডিসিশন আমাকে একাই নিতে হয়েছে আইসিইউর সামনে দাঁড়িয়ে। সৃষ্টিকর্তার দয়ায় এবং ডাক্তারদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতায় তিনি গত দুইবার নতুন জীবন ফিরে পেয়েছেন। শারীরিকভাবে এবং মানসিকভাবে তাকে অমানুষিক কষ্ট সহ্য করতে হয়েছে। এ রকম পরিস্থিতির ভেতর দিয়ে সময় পার করায় আম্মার সম্পূর্ণ চিকিৎসার যাবতীয় কর্মকান্ড গুগল সার্চ করে আমি ও আমাদের পুরো পরিবার মোটামুটি পিএইচডি লাভ করে ফেলেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে