মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
সা ক্ষা ৎ কা র

সংখ্যা নয় মানের দিকে গুরুত্ব দিচ্ছি

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭' সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন জাহারা মিতু। যা তাকে সবার কাছে পরিচিত করে তোলে। সম্প্রতি মুক্তি পায় প্রথম সিনেমা 'জয়বাংলা'। সিনেমাটি ফ্লপ হলেও তার অভিনয় সিনেমা হলে ভালো প্রশংসিত হয়। এ নায়িকার চলমান কাজসহ নানা বিষয়ে কথা বলেছেন মাতিয়ার রাফায়েল
মাতিয়ার রাফায়েল
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০
সংখ্যা নয় মানের দিকে গুরুত্ব দিচ্ছি
সংখ্যা নয় মানের দিকে গুরুত্ব দিচ্ছি

রোজার কারণে হয়তো এখন শুটিংয়ের ব্যস্ততা নেই। তারপরেও এর মধ্যে কী করলেন?

এখন আমি 'জার্সি নাম্বার সিক্সটিন' নামের সিনেমায় কাজ করছি। সিনেমাটি একটি নারীপ্রধান সিনেমা। এখানে আমি নিজেই ক্রিকেটারের চরিত্রে পারফর্ম করছি। যার কারণে আমাকে ট্রেনিংও করতে হয়েছে। এ নিয়ে রেগুলারই আমাকে ট্রেনিং করতে হচ্ছে। ট্রেনিং করছি, শুটিং করছি- এর মধ্যেই আছি। এ নিয়েই পুরো সময় চলে যাচ্ছে। প্রোডিউসারদের থেকে যতটুকু আভাস পাচ্ছি ঈদে আমার দুটো সিনেমা মুক্তি পেতে পারে। শত্রম্ন এবং আগুন। শত্রম্ন সেন্সরে আছে। আগুনের কিছু শুটিং বাকি আছে।

1

শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সিনেমায়। এখন কেমন প্রস্তাব আসছে?

এখনো অনেক প্রস্তাব আসছে। তবে সিনেমার পরিমাণ কমে গেছে। অনেকে যেমন বলেন প্রচুর কাজ পাচ্ছেন এটা মিথ্যা কথা। কারণ সামনে নির্বাচন তারপরে চলছে যুদ্ধ। ফলে সিনেমার পরিমাণও কমে গেছে। মূলকথা, আমি চাইলেই হুটহাট করে সিনেমায় নাম লিখাতে পারি। কিন্তু আমি এমন সিনেমা হাতে নিতে পারি না যেটা আমার কোয়ালিটি ফল করতে পারে। তাই কাজের সংখ্যার দিকে নয়, মানের দিকেই নজর দিচ্ছি আমি। সেই সঙ্গে এখন টিম'র দিক থেকেও সচেতন যে, আমি কোন টিমের সঙ্গে কাজ করব বা কোন টিমের সঙ্গে কাজ করব না।

যে টিমের সঙ্গে কাজ করছেন তাতে আপনার বোঝাপড়াটা কেমন?

আমার একটা সুবিধা কি, আমি নায়ক থেকে শুরু করে অনেক বড় বড় প্রোডাকশনের কাজ করেছি- তো, সেদিক থেকে আমি খুব লাকি। বিগ বাজেট, মিড বাজেটের সিনেমায় কাজ করেছি। আসলে বিহেভিয়ার বা টিম ম্যানেজমেন্ট যা-ই বলেন- এটা ম্যান টু ম্যান ভেরি করে। আমার দিক থেকে আমি কিন্তু খুব মিশুক। টিমের সঙ্গে এতটাই মিশে যাই যে, তখন তারাও আমাকে তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে শুরু করে। সেদিক থেকে অভিজ্ঞতা আমার খারাপ নয়। নয়তো কাজী হায়াতের মতো বড় নির্মাতার সঙ্গে কাজ করতে পারতাম না।

প্রথম সিনেমা 'জয় বাংলা' মুক্তির পর কেমন সাড়া পেয়েছেন?

আসলে আমরা বাংলাদেশের মানুষ দেশ প্রেমের কথা বলে যতই চিলস্নাই দেশপ্রেম বা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা প্রেক্ষাগৃহে গেলে তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না- সেটা আমি আগে থেকেই ভালো করে জানি। তাই প্রথম থেকেই প্রত্যাশা করিনি এটা কমার্শিয়াল সিনেমা হবে। দর্শক হুমড়ি খেয়ে পড়বে। সিনেমাটি ফ্লপ হলেও যারাই আমার অভিনয় দেখেছেন সবাই কিন্তু প্রশংসা করেছেন। আমি যখন সিনেমাটিতে সাইন করি তখন তিনটি জিনিসকে প্রাধান্য দেই- এক কাজী হায়াতের নাম, দুই লেখক মুনতাসীর মামুনের নাম, তিন জয়বাংলা স্স্নোগান।

ওটিটি মাধ্যমে কাজ করতে আগ্রহী?

অবশ্যই আগ্রহ আছে। ওটিটিই নয়, ছোটপর্দায়ও কাজ করতে চাই। এটা যেমন গল্পের ওপর নির্ভর করে, সময়ের ওপরও নির্ভর করে। তবে দেখতে হবে কাজগুলো মানের দিক থেকে যেন ভালো হয়। আগেই বলেছি সংখ্যা নয়, মানটাকেই বেশি গুরুত্ব দিতে চাই। কারণ সংখ্যা আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, কাজের মানই আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আমি এমন চিন্তাই করি, যে কাজটি আমাকে বাঁচিয়ে রাখবে।

কোন ধরনের সিনেমা বেশি টানে আপনাকে?

আমাকে সবচেয়ে বেশি টানে কমার্শিয়াল সিনেমা। গস্নামার আর নাচে-গানে ভরপুর সিনেমাই আমাকে বেশি টানে। যে সিনেমায় দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে সে সিনেমাই আমাকে টানে। যে যা-ই বলুক আমি আমার মন মতো একশ' পার্সেন্ট কমার্শিয়াল সিনেমা চাই। আমার অনেক ক্ষুধা কমার্শিয়াল সিনেমায় অভিনয় করার। আমি আসলে কমার্শিয়াল ম্যানেজার।

লেখালেখির প্রেম কীভাবে এলো- লেখায় কোন বিষয়কে গুরুত্ব দেন?

আমি যখন ক্লাস টু'তে পড়ি তখন আমার লেখা স্কুলের বার্ষিকীতে প্রকাশ হয়। আমার বাবা মারা যাওয়ার পর সে লেখালেখি থেমে যায়। আমি আসলে গল্পের মানুষ। আমাকে প্রেম টানে, বিরহ টানে, রোমান্স টানে, আমাকে সবই টানে- আমি অনুভূতি নিয়ে চমৎকারভাবে খেলতে পারি। তবে আমি চাই আমার যে স্বপ্নগুলো সেটা যেন সহজভাবে প্রকাশ করতে পারি। অহেতুক কঠিন শব্দ ব্যবহার করতে চাই না। এখন বই বের হয়ে যাওয়ায় এ নিয়ে আমার দায়িত্বও বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে