মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান 'নানা স্বাদে রাঁধুনী'। অনুষ্ঠানে একজন অতিথি উপস্থিত থাকেন। মনিরুজ্জামান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মঞ্চ ও টিভি অভিনেত্রী তনিমা হামিদ।
আরটিভিতে আজ রাত ১০টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'চিটার অ্যান্ড জেন্টলম্যান'। সঞ্জিত সরকার পরিচালিত এতে অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, আখম হাসান, প্রাণ রায়, সালহা খানম নাদিয়াসহ অনেকে।
একুশে টিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'গরম মহলস্না'। নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুলস্নাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহাসহ অনেকে।
বাংলাভিশনে সপ্তাহের প্রতি বুধ থেকে রোববার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'গুলশান এভিনিউ-২'। তারিক আনাম খানের নির্বাহী প্রযোজনায় ও নিমা রহমানের পরিচালনায় নাটকটিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শিবা সানু, শাহীন, মাহা, মিম চৌধুরী, তৃষ্ণাসহ আরও অনেকে।
দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'আগুন পাখি'। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মৌটুসী বিশ্বাস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী প্রমুখ।