থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অস্তিত্ব, রানা পাগলা, ডুব, হালদা, ফাগুন হাওয়ায় চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন নুসরাত ইমরোজ তিশা। ছবির নাম 'মায়াবতী'। এটি নির্মাণ করেছেন নির্মাতা অরুণ চৌধুরী। এর আগে তিনি 'আলতাবানু' নির্মাণ করেছিলেন। 'মায়াবতী" ছবির শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পরিচালক অরুণ চৌধুরী জানালেন, আসছে মার্চেই ছবিটি সেন্সরে যাবে।
এ নিয়ে পরিচালক বলেন, 'আমার প্রথম চলচ্চিত্র 'আলতাবানু'র প্রধান চরিত্রে মম যেমন ভীষণ শক্তিশালী অভিনয় দেখিয়েছিলেন, এবারের ছবিতেও তিশার মতো শক্তিশালী অভিনেত্রী দর্শকদের মুগ্ধ করবেন। দর্শক তিশা-ইয়াশের মতো একটি নতুন জুটি পাবেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd