সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ঢাকাই চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

মাসুদুর রহমান
  ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
ঢাকাই চলচ্চিত্রে রবীন্দ্রনাথ
ঢাকাই চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

তিনি শুধু কবিই ছিলেন না, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান যেমন সমাদৃত হয়েছে, তেমনই গল্প-উপন্যাসও পাঠকের হৃদয়ে নাড়া দিয়েছে। তবে রবীন্দ্র সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা খুব বেশি নয়। দুই বাংলা মিলে ৫০টির বেশি সিনেমা নির্মিত হয়েছে। কলকাতার সিনেমায় রবীন্দ্রনাথের গল্প নিয়ে যে পরিমাণ কাজ হয়েছে, সে তুলনায় হাতেগোনা কাজ হয়েছে ঢাকাই সিনেমায়। যার প্রায় সবগুলো

দর্শকনন্দিত হয়েছে।

বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের 'শাস্তি' গল্প অবলম্বনে 'কাঠগড়া' নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন তিনি। নানা জটিলতায় কাজটি শেষ হয়নি। পরে একই গল্পে ২০০৪ সালে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করে 'শাস্তি' ছবিটি। এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম রবীন্দ্র সাহিত্যনির্ভর চলচ্চিত্র। ছবিতে প্রধান চার চরিত্রে অভিনয় করেন- ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ ও পূর্ণিমা। তবে রবীন্দ্র সাহিত্যনির্ভর ছবির মধ্যে

সবচেয়ে দর্শকপ্রিয় কাজ চাষী নজরুল ইসলামের 'সুভা' চলচ্চিত্রটি। ছোট গল্প 'সুভাষিণী' অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেন- শাকিব খান ও পূর্ণিমা। মুক্তি পায় ২০০৫ সালে। ২০০৬ সালে বর্ষীয়ান নির্মাতা কাজী

হায়াতও রবীন্দ্র সাহিত্য নিয়ে নির্মাণ করেন 'কাবুলিওয়ালা'। এতে প্রধান অভিনয় করে নজর কাড়েন- তৎকালীন সময়ের ঢাকাই সিনেমার শীর্ষ তারকা মান্না। মিনি চরিত্রে শিশুশিল্পী দীঘির অভিনয়ও প্রশংসিত হয়। এই ছবির জন্য সেরা শিশুশিল্পী চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় দীঘি। চারুলতা ২০১২ সালে রবীন্দ্রনাথের গল্পে 'চারুলতা' নির্মাণ করেন সাইফুল ইসলাম মান্নু। এই ছবিতে অভিনয় করেন- ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান ও সজল নূর। রবীন্দ্রনাথের ছোট গল্প 'সমাপ্তি' অবলম্বনে নির্মিত 'অবুঝ বউ' পরিচালনা করেন- নারগিস আখতার। ছবিটি আলোর মুখ দেখে ২০১০ সালে। এই ছবিতে অভিনয় করেন- ববিতা, ফেরদৌস, শাকিল খান ও নিপুণ। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান নারগিস আখতার।

২০১৭ সালে দুই বাংলার যৌথ প্রযোজনায় রবীঠাকুরের কবিতা অবলম্বনে রেশমী মিত্র নির্মাণ করেন 'হঠাৎ দেখা'। বাংলাদেশের হয়ে প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবিতে অভিনয় করেন- ইলিয়াস কাঞ্চন, দেবশ্রী রায়সহ আরও অনেকে। একই বছরে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত উপন্যাস 'দুই বোন' থেকে অনুপ্রাণিত হয়ে মাহবুবা ইসলাম সুমি নির্মাণ করেন 'তুমি রবে নীরবে'। এই ছবিতে অভিনয় করেন- ইরফান সাজ্জাদ, ভাস্বর চ্যাটার্জি, তানজীন তিশাসহ অনেকে। সিনেমার বাইরে নাটক-টেলিফিল্মেও রয়েছে রবীন্দ্র সাহিত্য। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত এসব নাটক-টেলিফিল্ম দর্শক মহলে প্রসংসিত হয়েছে। এ ছাড়াও প্রায় প্রতিবছরেই রবীন্দ্র সাহিত্যনির্ভর টিভি ফিকশন নির্মাণ হচ্ছে। তরুণ নির্মাতারাও রবীন্দ্র সাহিত্য থেকে নির্মাণের উদ্যোগ নিচ্ছেন। পর্দার বাইরে মঞ্চ নাটকেও প্রভাব বিস্তার করে আছেন রবীন্দ্রনাথ। মঞ্চ নাটকের আলোচিত নাটকের বেশির ভাগই রবীন্দ্র সাহিত্য থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে