বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

অতিথি বিচারক তিমির নন্দী

বিনোদন রিপোর্ট
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
অতিথি বিচারক তিমির নন্দী

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জুরিদের সঙ্গে দু'জন অভিনেতার ছবি নিয়ে বেশ ট্রল হচ্ছে। যদিও পরবর্তীতে যিনি ছবিটি পোস্ট করেছিলেন তিনি এই ছবি পোস্টের পক্ষে একটি যুক্তি দিয়েছেন। কিন্তু ততক্ষণে যতসব তীব্র সমালোচনা বা নিন্দা হওয়ার তা হয়ে গেছে। সবাই এটাই চায় যে, যে বিষয়ে অ্যাওয়ার্ড দেয়া হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট গুণী, মেধাবী ব্যক্তিত্ব থাকবেন। ঠিক তেমনই কাজটি করছে আরটিভি। 'ইয়াং স্টার গলা ছেড়ে গাও, সিজন টু' প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে কাজ করেছেন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার তিমির নন্দী। গত বুধবার গভীর রাত পর্যন্ত তিনি 'ইয়াং স্টার গলা ছেড়ে গাও-সিজন টু'র আরও প্রধান তিন বিচারকের মধ্যে দুই প্রধান বিচারক ইমন সাহা ও সানিয়া সুলতানা লিজা'র সঙ্গে শুটিং শেষে পরম আনন্দ ও ভালো লাগা নিয়ে ছবিও তুলেছেন তিনি। এর কারণে বিশেষ সেই মুহূর্তটি তিনি ফ্রেমবন্দি করে রাখতে চেয়েছেন। তিমির নন্দী জানান, গানে নিজেদের একটি পস্ন্যাটফর্মের মধ্য দিয়ে যথাযথভাবে অর্থাৎ পেশাগতভাবে যাত্রা শুরু করাতে প্রতিযোগীরা আরটিভির এই পস্ন্যাটফর্মটি বেছে নিয়েছে। অনেক প্রতিভাবান শিল্পীর গান শুনে তিমির নন্দী মুগ্ধ হয়েছেন। এ কারণে এই ধরনের রিয়েলিটি শো'তে আবারও আসার ইচ্ছে পোষণ করে তিমির নন্দী বলেন, 'এর আগেও আমি সেরাকণ্ঠ'সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে রিয়েলিটি শো'র বিচারক ছিলাম। এবার ইয়াং স্টারের সাথে যুক্ত হয়েছি। আমি সাধারণত দেশের গানের বিচারক হিসেবেই কাজ করি। আমি এই আয়োজনে ১৬ জন প্রতিযোগীর কণ্ঠে দেশের গান শুনেছি। এর মধ্যে চার-পাঁচজনকে নিয়ে আমি ভীষণ আশাবাদী। সবার জন্য অনেক আশীর্বাদ রইল। আগামীতে তারা যেন তাদের স্বপ্নপূরণ করতে পারে। এমন একটি আয়োজনে আমাকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে