শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টরেন্টো উৎসবে 'মেঘনা কন্যা'

বিনোদন রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
টরেন্টো উৎসবে 'মেঘনা কন্যা'

কানাডার টরেন্টোতে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ)। এই চলচ্চিত্র উৎসবটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সিনেমা আসর। এবারের আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের নির্মাতা ফুয়াদ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র 'মেঘনা কন্যা'। ১৫ অক্টোবর টরেন্টোর স্থানীয় মাল্টিপেস্নক্সে হবে সিনেমাটির প্রদর্শনী।

ব্যক্তিগত দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে 'মেঘনা কন্যা' সিনেমায় তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী।

'মেঘনা কন্যা'র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, কাজী নওশাবা আহমেদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। সিনেমাটি প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে