শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঘুরে দাঁড়াতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
ঘুরে দাঁড়াতে চান কঙ্গনা
ঘুরে দাঁড়াতে চান কঙ্গনা

বলিউডের যে কোনো অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানৌতের ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে কিন্তু তার বাজার মন্দা। থালাইভি খ্যাত এই অভিনেত্রীর ৮৫ কোটির 'ধাকড়' বক্স অফিসে আশার আলো জ্বালাতে পারেনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'চন্দ্রমুখী-২ এর ফলাফলও সিনেবাজারে খুব একটা আশাব্যঞ্জক নয়। তবে দর্শককে লাগাতার ফ্লপ ছবি উপহার দিয়েও থেমে থাকেননি 'বলিউড কুইন' কঙ্গনা। এবার আরেক সিনেমা 'তেজস' দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বহুল প্রতিক্ষীত কঙ্গনা অভিনীত এই সিনেমাটি। সোমবার গান্ধীজয়ন্তীতে 'তেজস'-এর ঝলক প্রকাশ্যে নিয়ে এসে দেশপ্রেম উসকে দিলেন কঙ্গনা। পাশাপাশি এও জানিয়ে দিলেন যে, এই ছবি মুক্তি পেতে চলেছে অক্টোবর মাসের ২৭ তারিখ। তার প্রাক্কালেই ৮ অক্টোম্বর রিলিজ করবেন ট্রেইলার। 'তেজস'-এ যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে; যা কিনা ভারতের প্রথম আকাশপথে হামলার ঘটনা অবলম্বনে তৈরি।

সেনা জওয়ানের পোশাকে দুর্র্ধর্ষ কঙ্গনা- টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও তুখোড়। প্রযোজনা সংস্থার পক্ষে সেই ঝলক প্রকাশ্যে এনে আগেভাগেই ঘোষণা করে দেওয়া হলো যে, 'দেশের জন্য উড়তে প্রস্তুত কঙ্গনা রানৌত। কারণ ভারতকে গায়ে আঁচড় লাগলে ছেড়ে কথা বলা হবে না।' প্রখম ঝলকেই আশা জাগালেন বলিউডের বহুল চর্চিত অভিনেত্রী কঙ্গনা। এবার দেখার বিষয়, উৎসবের আবহে বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারেন তিনি। এই ছবির প্রযোজক রনি স্ক্রিওয়ালা। একাধিকবার মুক্তি পিছিয়েছে 'তেজস'-এর। এর আগে কথা ছিল টাইগার শ্রফের গনপত-এর সঙ্গে একইদিনে ২০ অক্টোবর মুক্তি পাবে। তবে টিজার রিলিজ করে রিলিজের নতুন দিনক্ষণ প্রকাশ করলেন কঙ্গনা। ছবিতে যেখানে কঙ্গনাকে বায়ুসেনা বাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাবে। যিনি আকাশে উড়বেন, দেশের হয়ে লড়াই করবেন। নির্মাতারা আগেই নিশ্চিত করেছিলেন যে, ছবিটি কোনো বায়োপিক নয়। মুক্তির পরই ভাইরাল সিনেমাটির টিজার। এই টিজারটি মুক্তির আগেই কঙ্গনা ছবিটির একটি নতুন পোস্টারও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছিলেন, 'যখনই দেশের কথা আসবে, তখনই ও সব সীমা অতিক্রম করে যাবে। পোস্টারে ইউনিফর্মেই দেখা মেলে কঙ্গনার।

প্রসঙ্গত, তেজস গত তিন বছর ধরে পাইপলাইনে রয়েছে। প্রথমে এটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। কঙ্গনা ঘোষণা করেছিলেন যে তেজস আবে ২০২০ সালের অগস্ট মাসে। সেই সময়, গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছিলেন, 'তেজস তৈরি হচ্ছে দুর্দান্ত গল্প নিয়ে, যেখানে আমার সুযোগ হয়েছে বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করার। আমি এমন একটি চলচ্চিত্রের অংশ হতে পেরে সম্মানিত। এই সিনেমা হচ্ছে সেই সব সাহসী পুরুষ ও মহিলাদের উদযাপন করে যারা প্রতিদিন এই ইউনিফর্মে কর্তব্যের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে চলেছেন। আমাদের সিনেমা দেশের সশস্ত্র বাহিনী এবং এর নায়কদের উদযাপন করে আর রনির (রনি স্ক্রুওয়ালা, প্রযোজক) সঙ্গে এই জার্নিতে শামিল হতে পেরে উত্তেজিত।' তবে গত কয়েক বছরে বারবার পিছিয়ে যেতে থাকে এই সিনেমার মুক্তি। যার অবসান হচ্ছে অক্টোবরের শেষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে