শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

করণের অনুষ্ঠানে বিব্রত কাজল

বিনোদন ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০
করণের অনুষ্ঠানে বিব্রত কাজল

বলিউডের খ্যাতিমান সিনেমা নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের সঙ্গে সিনিয়র অভিনেত্রী কাজলের দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব। এই দুই তারকাকে বলিপাড়ায় সবাই 'বেস্ট ফ্রেন্ডস' বলেই জানে। করণের পরিচালিত প্রথম ছবি থেকে কাজলের সঙ্গে পরিচয়। বহুল জনপ্রিয় 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির সেট থেকে তৈরি হওয়া বন্ধুত্ব আজও আছে অমলিন। সেই বন্ধুত্বের পথ যে পুরোটা মসৃণ, তাও নয়। বরং বন্ধু হিসেবে একাধিক চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। সাত বছর আগে, ২০১৬ সালে এক ঝগড়ার কারণে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল তাদের। পরে অবশ্য সেই ঝগড়ার কয়েক মাসের মধ্যেই আবার নিজেদের সম্পর্ক শুধরে নেন দুজন। তার পরে কেটে গেছে সাত বছর। এখনও কি সেই ঝগড়ার তিক্ততা রয়ে গেছে কাজলের মনে?

করণ জোহরের বহুল আলোচিত সেলিব্রেটি শো 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজনের এক পর্বের অতিথি কাজল ও রানী মুখার্জি। এরইমধ্যে দেখা মিলছে সেই পর্বের প্রোমো। সেই প্রোমোতেই দেখা গেছে করণের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন কাজল। কিন্তু কেন? প্রোমো থেকে জানা গেছে, কাজলকে করণ প্রশ্ন করেছিলেন, তার পরিচালিত ও কাজলের অভিনীত কোন কোন ছবিতে রানি বিশেষ চরিত্রে আছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রিবত বোধ করেন কাজল। শেষ পর্যন্ত উত্তর দিতেও পারেননি তিনি। তবে হাতে থাকা একটি যন্ত্রের মাধ্যমে ক্রমাগত আওয়াজ করতে থাকেন অভিনেত্রী। তাতেই বিরক্ত হয়ে কাজলের উপর চিৎকার করেন করণ। তার পরেই ধৈর্যচু্যতি হয় অভিনেত্রীর। কাজল বলেন, আমি আর থাকতে পারছি না। আমি চললাম এই অনুষ্ঠান ছেড়ে। যদিও অনুষ্ঠান ছেড়ে যাননি তিনি। মজার ছলেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন কাজল। ২০১৬ সালে একই দিনে মুক্তি পায় করণে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এবং অজয় দেবগনের 'শিবায়'। সেই সময় অভিযোগ ওঠে, কাজলের স্বামী অজয়ের ছবি নিয়ে খারাপ কথা ছড়ানোর জন্য নাকি বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন করণ। সেই বিষয় নিয়েই ঝগড়া বাধে দু'জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে