শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শাহ আব্দুল করিম অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

বিনোদন রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০
শাহ আব্দুল করিম অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে বেশ কিছু সম্মাননা পেয়েছেন রাজীব মণি দাস। এবার সেই তালিকায় যুক্ত হলো শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২। সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে রাজীব মণি দাসকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন। বিশিষ্ট ব্যক্তি ও তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, 'কিংবদন্তি শিল্পী বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনী ও অবদান আমাকে নবপ্রভার আলোয় উদ্ভাসিত করেছে। তাছাড়া কাজের স্বীকৃতি নতুন করে আমাকে সর্বদা উচ্ছ্বসিত ও তাড়িত করে। সব পুরস্কার যেমন কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় তেমনি এই পুরস্কারও আমার কাজের প্রতি আরও আন্তরিকতা বাড়িয়ে দিল। এ পুরস্কার আমি আমার প্রিয় দর্শকদের উৎসর্গ করতে চাই, কারণ তাদের ভালোবাসার কারণেই আজকের আমি। তিনি বলেন, জীবনে একটাই স্বপ্ন ও সাধনা- আমি সারাজীবন লেখার মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। সামনের দিনগুলোতে আরও ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে