শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজনীতিতে যোগ দিলেন ডলি সায়ন্তনী

বিনোদন রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০
রাজনীতিতে যোগ দিলেন ডলি সায়ন্তনী
রাজনীতিতে যোগ দিলেন ডলি সায়ন্তনী

অবশেষে রাজনীতিতে নাম লেখালেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রতি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। সোমবার বিকালে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। পাবনা-২ আসনে দলটির হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান এই সঙ্গীতশিল্পী। বিএনএমে যোগ দেওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী সংবাদমাধ্যমকে বলেন, 'পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।

এদিকে, ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এসএম শাফি মাহমুদ, চৌধুরী গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিএনপি ও জাতীয় পার্টির সাবেক পাঁচজন এমপি বিএনএমে যোগ দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে