বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিদ্যা বালানের রহস্যময় ইমোজি

বিনোদন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিদ্যা বালানের রহস্যময় ইমোজি

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ব্যতিক্রম পোস্ট দেন বলিউড আলোচিত অভিনেত্রী বিদ্যা বালান। পোস্টের ছবিতে দেখা যায়, দুটি ভিক্টোরি চিহ্নের মাঝখানে যোগ চিহ্ন, এরপর সমান চিহ্ন দিয়ে একটি হার্টের ইমোজি।

ক্যাপশনে লেখেন- 'দুই আর দুই মিলবে, প্রেমের রহস্য খুলবে। আগামীকাল (১৭ জানুয়ারি) সকাল ১১টায়। অপেক্ষা করুন।'

হঠাৎ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ পোস্ট দেখে নেটিজেনরা তো ভেবে নিয়েছিলেন, সুখবর দিতে চলেছেন বলিউড নায়িকা। এবার প্রথম সন্তানের আগমনের খবর দেবেন তিনি।

কথা রেখেছেন অভিনেত্রী। একদিন পরই বুধবার (১৭ জানুয়ারি) সেই রহস্যের উন্মোচন করেছেন বিদ্যা। তবে ব্যক্তিগত কোনো বিষয় নয়; তার এ রহস্য সিনেমার সূত্রেই। সেই সিনেমার নাম 'দো অউর দো পেয়ার'।

এ সিনেমায় বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি'ক্রুজ ও সেন্ধিল রামমূর্তি। ছবিটি নির্মাণ করেছেন শীর্ষ গুহ ঠাকুরতা। ছবিটি চলতি বছরের ২৯ মার্চ মুক্তি পাবে।

এদিন ছবির মোশন পোস্টার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এপস্নজ এন্টারটেইনমেন্ট বলেছে, 'এই মৌসুমে ভালোবাসা আপনাকে সারপ্রাইজ করুক, সংশয়ে ফেলুক এবং খেয়ে ফেলুক!'

বিদ্যা বলেন, এটা আধুনিক সম্পর্কের গল্প। এটা হয় আপনার গল্প কিংবা আপনার কাছের বন্ধুর। এটা আপনাকে হাসাবে এবং কাঁদাবে সমানভাবে।

অন্যদিকে 'ভুল ভুলাইয়া ৩' নির্মাণ করছেন পরিচালক আনিস বাজমি। এতে ১৭ বছর পর মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান। এছাড়া দ্বিতীয়পর্বে অভিনয় করা কার্তিক আরিয়ানও রয়েছেন নতুন পর্বে।

পরিচালক বাজমি বলেছেন, বিদ্যাকে ঘিরে এই সিনেমার তৃতীয় পর্বের কাহিনী বোনা হয়েছে। এ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। বছরের শেষ নাগাদ দীপাবলিতে 'ভুল ভুলাইয়া ৩' মুক্তি দিতে চান বাজমি।

২০০৭ সালে এই সিরিজের প্রথম সিনেমা 'ভুল ভুলাইয়া' নির্মাণ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমাটি মূলত ১৯৯৩ সালের মালায়ালাম চলচ্চিত্র 'মনিচিত্রথাঝু'র রিমেক।

অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত 'ভুল ভুলাইয়া' দর্শক ও সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছিল অকুণ্ঠ প্রশংসা। সিনেমাটির সাফল্যের জন্য কৃতিত্ব দেওয়া হয় অভিনেত্রী বিদ্যা বালানকে। বিশেষ করে বিদ্যার ধ্রম্নপদী নৃত্য আর সংলাপে ঝরঝরে বাংলা বচন তাকে আলাদা করে তুলেছিল।

এরপর ২০২২ সালে অভিনয় শিল্পী, কলাকুশলীসহ নতুন টিম নিয়ে 'ভুল ভুলাইয়া ২' বানান পরিচালক আনিস বাজমি। সেবার বাজমি এই সিনেমায় নিয়ে আসেন কার্তিক আরিয়ানকে, আর বিদ্যার চরিত্রটি করেন টাবু।

একটা সময় ছিল তারকারা তাদের বিয়ে-সন্তানের খবর গোপন রাখতেন। তখন ধারণা করা হতো এতে তাদের জনপ্রিয়তা কমবে। তবে বর্তমানে আর সেই চল নেই। বিয়ে থেকে প্রেগন্যান্সি, তারকারা তাদের জীবনের সব মুহূর্ত বেশ গর্ব করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। প্রকাশ করেন তাদের বেবি বাম্পের ছবি। কিন্তু গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তার মা হওয়ার খবর এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী। যদিও বিয়ের ১১ বছর পরেও সন্তান নেননি তারা এখনো। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই ভালোবাসেন অভিনেত্রী।

বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গিয়েছিল 'নিয়ত' ছবিতে। রহস্যময় গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে গত বছরের জুলাই মাসে। যদিও ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এই ছবিতে তার চরিত্র ছিল মহিলা গোয়েন্দার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে