রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ছুড়ে ফেলল নুসরাতকে তৃণমূল কংগ্রেস

বিনোদন ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
ছুড়ে ফেলল নুসরাতকে তৃণমূল কংগ্রেস

রোববার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থীর তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু এই তালিকায় নাম নেই অভিনেত্রী নুসরাত জাহানের।

বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন নুসরাত। কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা বলছে, ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন হাজি নুরুল ইসলাম। নুসরাতকে টিকিট দেয়নি দল।

নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালী গ্রাম। গত দু'মাসে রাজনৈতিক দলগুলোর মাথাব্যথার কারণ হয়ে উঠেছে জায়গাটি। সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি ও গ্রাম।

লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নুসরাত। পোস্ট করা ছবিতে দেখা গেল উদাস ভঙ্গিতে বসে রয়েছেন নায়িকা। সামনেরটেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি পেস্নটে 'সাওয়ারডো'। পাউরুটি, লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ। ছবির নিচে নুসরাত যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''আমি 'টক' মানুষের চেয়ে 'সাওয়ারডো' বেশি পছন্দ করি।''

ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত কি খোঁচা দিলেন দলকে? নাকি পাঁচ বছরের বিদায়ি সংসদের মনে একরাশ অভিমান জমা হয়েছে? উঠছে প্রশ্ন। তবে এসবের উত্তর অবশ্য একমাত্র দিতে পারেন নুসারতই।

তবে নুসরাত যে এবারের লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না সেটা আগেই আন্দাজ করা গিয়েছিল। নানা কারণে বিতর্কিত হয়ে পড়েছিলেন নুসরাত। প্রায়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন নুসরাত জাহান। এ বিষয়টি নিয়ে হয়তো খোদ তৃণমূল কংগ্রেসের নেত্রীও তাকে নিয়ে অস্বস্তিতে ছিলেন।

প্রেম আর রাজনীতি এ নিয়ে আগেই রসাতলে গিয়েছে তার চলচ্চিত্রের ক্যারিয়ার। এরপর ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণায়ও জড়িয়ে পড়ে নিজের তারকা ইমেজকে আরও বেশি রসাতলে নামিয়ে আনেন এই পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য।

প্রসঙ্গত, ২০১৪ সালে 'সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্টাকচার প্রাইভেট লিমিটেড' নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরাতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। যেখানে তার বিরুদ্ধে ২৪ কোটি রুপির ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। যে অর্থ নেওয়া হয়েছিল, তার হিসাবও দেননি নুসরাত। সেই টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। গত বছর গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রম্নতি পাওয়া ব্যক্তিরা।

পরে বিজেপি নেতা শাঙ্কুদেব পান্ডার নেতৃত্বে তারা সল্টলেকের সিজিও কমপেস্নক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সংসদ সদস্যের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান। এর মধ্যে নুসরাত পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনেন। ব্যাংককর্মীরা গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে আলিপুর জাজেস কোর্টেহাজিরাও দেন নুসরাত।

বিজেপি এ ঘটনার পর দাবি তুলেছে, অবিলম্বে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নুসরাতকে গ্রেপ্তার করা হোক। তার সংসদ সদস্য পদও বাতিল চেয়েছে বিজেপি।

এসব নানা ঘটনায় জর্জরিত নুসরাত একপর্যায়ে রাজনীতি ছাড়ারও আভাস দিয়ে রেখেছিলেন। সেটা করলেই হয়তো ভালো হতো। কিন্তু তার পরও আরো একবারের জন্য চেষ্টা করেছিলেন নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ পেতে। সেই আশীর্বাদ তার জুটলো না। বিজেপি তাকে যে গ্রেপ্তারের দাবি করেছে এবং তার সংসদ সদস্য পদ বাতিল চেয়েছে, তৃণমূল কংগ্রেস তার কোনোটাই না করলেও নুসরাতকে ছুড়ে ফেলে দিয়ে অন্তত বিজেপির দাবির প্রতি যে একটা সম্মান দেখাল এতেই প্রমাণ হয়ে গেল। আর এর মধ্য দিয়ে নুসরাতের চলচ্চিত্র এবং রাজনীতি দুটোই রসাতলেই ডুবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে