বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ক্ষোভ ঝাড়লেন মালেক আফসারী

বিনোদন রিপোর্ট
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
ক্ষোভ ঝাড়লেন মালেক আফসারী

গতবার নিপুণকে সাপোর্ট করেছিলাম। ভেবেছিলাম, জায়েদ খানকে কোণঠাসা করতে পারলেই চলচ্চিত্রের বিরাট উন্নয়ন হবে। কিন্তু তার কিছুই হয়নি। হয়েছে বিদেশি সিনেমা আমদানি। ১০ লাখ টাকা ১৮ সমিতি ভাগ করে নিয়েছে। নিপুণ আপনি এই দীর্ঘ সময়ে কিছু করতে পারেননি। আপনার কাছের মানুষই দূরে সরে গেছে। সবাই এখন ডিপজল-মিশার প্যানেলে। ২ বছর আগে ডি এ তায়েব নিপুণকে সাপোর্ট করার জন্য অনুরোধ করেছিলেন। এখন বলে না।

কারণ এই ২ বছরে নিপুণ কিছুই করতে পারেনি। এমনভাবেই কথাগুলো নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ঢাকাই সিনেমার 'মাস্টার মেকার'খ্যাত নির্মাতা মালেক আফসারী। এ সময় ক্ষোভ ঝেড়ে তিনি আরও বলেন, গত ২ বছরে শিল্পী সমিতি কী করেছে? গতবারের শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছিল। নিপুণ আপনি ২ বছরে কী করলেন? আপনি তো আপনার সভাপতিই ধরে রাখতে পারলেন না। আর আপনার সভাপতি এসব কী বলে? এ কথাগুলো কি আপনার বিরুদ্ধে যাচ্ছে না? শিল্পী সমিতির ব্যর্থতার কথা উলেস্নখ করে মালেক আফসারী বলেন, আপনারা গত দুই বছরে একটা সফল সাধারণ মিটিং করতে পারেননি। কাউকে এক করতে পারেননি। খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব নিয়েই অন্ধ হয়ে থাকলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে