সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় রাজ-বুবলী

বিনোদন রিপোর্ট
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

গত কয়েক বছরে ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে নায়িকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। নায়কদের মধ্যে যেমন এগিয়ে আছেন শাকিব খান, তেমন নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন শবনম বুবলী। অনেকে মনে করেছিলেন শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীর ক্যারিয়ারে ধস নামবে। যেমনটি দেখা গিয়েছিল অপু বিশ্বাসের ক্ষেত্রে। কিন্তু সেটা না হয়ে বরং চলচ্চিত্রে বুবলীর কর্মক্ষেত্র আরও বেশি বিস্তারিত হয়েছে। অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে পারছেন। যে কারণে ঈদেও তার ছবি থাকছে একাধিক জুটির হিসেবে, একাধিক সিনেমাও।

এবার আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউডের জনপ্রিয় দুই তারকা বুবলী ও শরিফুল রাজের 'দেয়ালের দেশ'। এ সিনেমায় প্রথম জুটি হিসেবে রাজ-বুবলী দারুণ কিছু দর্শকদের উপহার দেবেন বলেই ইঙ্গিত পাওয়া গেল টিজার মুক্তির পর। ৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় উঠে এসেছে 'দেয়ালের দেশ'।

মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে 'দেয়ালের দেশ'। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।

টিজারের কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক রহস্যময় তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিতও মিলেছে। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব এখনো রহস্য।

যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। এছাড়া টিজারের একটি দৃশ্য সবার মনে দাগ কেটেছে, দেখা গেছে বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে আছেন রাজ। এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন নেটিজেনরা।

বুবলী ও রাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে