শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আসুন ১০টি করে গাছ লাগাই - সাবিলা

বিনোদন রিপোর্ট
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
আসুন ১০টি করে গাছ লাগাই - সাবিলা

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগে আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো তার অন্যতম কারণ হলো চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ ছিল। আর এখন সেই সবুজের সমারোহ এর তিন ভাগের একভাগও দেখা যায় না। এভাবে চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আর পরিবেশের সৌন্দর্য এবং ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আর এজন্য হয়তো সামাজিক পাতায় গাছ লাগানোর উদ্যোগের কথা জানিয়েছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবিলা নূর। স্ট্যাটাসে সাবিলা লিখেছেন, 'আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই।'

তিনি আরও লিখেন, 'আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হই। সেলফি/রিল/টিকটকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসি 'গাছ লাগান, পরিবেশ বাঁচান' এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো?'

সাবিলা নূরের এই গাছ লাগানোর উদ্যোগকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। একজন নেটিজেন মন্তব্যে লেখেন, 'খুব ভালো উদ্যোগ। এখন সবাই মিলে এগিয়ে এসে উদ্যোগটাকে বাস্তবায়ন করাটা খুব জরুরি।' আরেকজন মন্তব্যে লিখেছেন, ভালো উদ্যোগ। সবাইকে এই বিষয়ে সচেতন করা উচিত। খালি যতগুলো স্থান আছে, সব জায়গায় গাছ লাগানো উচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে