সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দুই সিনেমা নিয়ে নিউইয়র্কে ফেরদৌস

বিনোদন ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
দুই সিনেমা নিয়ে নিউইয়র্কে ফেরদৌস

সংসদ সদস্য হিসেবে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গত নির্বাচনে তিনি ঢাকা-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে সিনেমায়ও সময় দিচ্ছেন তিনি। গত বছর ফেরদৌস অভিনীত দুটি সিনেমা মুক্তি পায় এবং এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে একটি। গত বছরের '১৯৭১ সেইসব দিন' ও 'মাইক' নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন ফেরদৌস আহমেদ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে 'সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। উৎসবের অন্যতম একজন অতিথি ফেরদৌস আহমেদ। আগামীকাল থেকে নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী শুরু হচ্ছে এ উৎসব। এ উৎসবে পর পর দুদিন ফেরদৌস অভিনীত '১৯৭১ সেইসব দিন' ও 'মাইক' প্রদর্শিত হবে।

উৎসবে ভারত ও বাংলাদেশের মোট ৩৯টি সিনেমা প্রদর্শিত হবে। ২১ এপ্রিল বিকালে থাকছে উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে ফেরদৌস বলেন, 'ধন্যবাদ জানাই মহানায়িকা সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের আমাকে এমন একটি আয়োজনে নিমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগার বিষয় হলো এ উৎসবে আমার অভিনীত দুটি সিনেমা প্রদর্শিত হবে। বলা তো যায় না শেষমেশ কোনো একটি সিনেমার জন্য নিউইয়র্কের মাটিতেও পুরস্কার পেয়ে যেতে পারি।'

ঈদে ফেরদৌস অভিনীত ছটকু আহমেদ পরিচালিত 'আহারে জীবন' সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এ নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, 'বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক, আমার গুরু ছটকু ভাই পরিচালিত আহারে জীবন ঈদে মুক্তি পেয়েছে। এ বয়সে এসেও তিনি দারুণ একটি সিনেমা নির্মাণ করেছেন। আমার বিশ্বাস, পর্যায়ক্রমে সিনেমাটিও মানুষের মনের মধ্যে গেঁথে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে