মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব

বিনোদন রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব

'ভালো-মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে' স্স্নোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব-২০২৪'। নৃত্য সংগঠন অরুণোদয়ের একক আয়োজনে আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে ফ্রান্স, লন্ডন, ভারতসহ দেশের মোট ৭২ জন শিল্পী অংশ নেবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই আয়োজনে শিল্পীরা তাদের নিজ নিজ অঞ্চলের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন। এ সময় তাদের নৃত্য গুরুরাও উপস্থিত থাকবেন। পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, বিভিন্ন দলের নৃত্য গুরু ও শিল্পীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।

এ বিষয়ে নৃত্য সংগঠন অরুণোদয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সুরভী ক্রুশ বলেন, এই আয়োজনের উদ্দেশ্য মহৎ। বিভিন্ন দেশের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যকে সবার সামনে তুলে ধরা। পাশাপাশি নিজের দেশের সমৃদ্ধ নৃত্যকেও বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা। আশা করি, সবাই এই উৎসবে শামিল হবেন। উৎসবের সময়সূচি জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে