রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন গানে ফকির হযরত শাহ্‌

বিনোদন রিপোর্ট
  ১০ মে ২০২৪, ০০:০০
নতুন গানে ফকির হযরত শাহ্‌
নতুন গানে ফকির হযরত শাহ্‌

প্রায় অর্ধশত কণ্ঠশিল্পীর কণ্ঠে নিজের লেখা গান তুলে দিলেও এই প্রথম গান গাইলেন গীতিকবি ও সুরকার ফকির হযরত শাহ্‌। 'বেশরম' শিরোনামের গানটির কথা ও সুর তার নিজেরই। গানটির মিউজিক করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন বিএম সাইফুল ইসলাম। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন রাজ এবং নওশীন। অচিরেই গানটি রিলিজ হবে আরফ্রি টিউন ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন ফকির হযরত শাহ্‌। তিনি বলেন, গান লেখার অভিজ্ঞতা অনেক আগে থেকেই কিন্তু গাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। আমি চেষ্টা করেছি গান ভালো করার, বাকিটা শ্রোতাদের ওপর। আশা করছি গানটি সবার ভালো লাগবে। গানবাজনা যেহেতু আমার রক্তে মিশে আছে, জীবনের শেষদিন পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে