রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এক দশক পর একই সিনেমায় বাবা-মেয়ে

বিনোদন রিপোর্ট
  ১২ জুন ২০২৪, ০০:০০
এক দশক পর একই সিনেমায় বাবা-মেয়ে
এক দশক পর একই সিনেমায় বাবা-মেয়ে

দীর্ঘ সময় পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মলিস্নক ও রঞ্জিত মলিস্নককে দেখা যাবে এক সিনেমায়। 'স্বার্থপর' শিরোনামের সিনেমাতে আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। সিনেমাটি গল্পে দেখা যাবে ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করেন বড় ভাই। কিন্তু একটা সময়ের পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বয়। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।

কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মলিস্নককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।

1

কোয়েল ও রঞ্জিত মলিস্নককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।

সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, 'আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছাগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তার নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়েই খুব গুরুত্বপূর্ণ।'

বাবার সঙ্গে বহুদিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, 'যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই। তবুও বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।' প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।

সম্প্রতি 'একটি খুনির সন্ধানে মিতিন' সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে