সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনাক্ষীর আইনি বিয়ে

বিনোদন ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
সোনাক্ষীর আইনি বিয়ে
সোনাক্ষীর আইনি বিয়ে

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার আইনিমতে বিয়ে হয়ে গেল গতকাল। দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন তিনি। অভিনেতা-রাজনীতিবিদ শত্রম্নঘ্ন সিনহার একমাত্র মেয়ের বিয়ে বলেই এত কথা! তাই বিয়ের জমকালো সাজে সেজে উঠেছে তাদের বাড়ি 'রামায়ণ'। এর আগের দিন শনিবার বিয়ের আগের পুজো সম্পন্ন করেছেন তারা। মায়ের সঙ্গে সেই পুজোতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। এদিকে বর জহিরের বাড়িও সাজানো হয়েছে। একের পর এক ছবি এবং ভিডিও সামনে আসছে। আজ তাদের চার হাত এক হবে।

উলেস্নখ্য, বেশ কয়েক বছর ধরেই জহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনো কিছু বলেননি অভিনেত্রী। তবে জহিরের সঙ্গে নানা পার্টি, রেস্তোরাঁয় দেখা গিয়েছে তাকে।

1

আবার সোস্যাল মিডিয়ায়ও একসঙ্গে ছবি পোস্ট করেছেন দুজন। লোকসভা ভোট শেষ হওয়ার পরই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়। প্রথমে শোনা যাচ্ছিল, মেয়ের বিয়ে নিয়ে খুশি নন শত্রম্নঘ্ন সিনহা। তবে হবু জামাইয়ের সঙ্গে দেখা করে এই জল্পনাকে উড়িয়ে দেন তিনি। জহিরের বাবা ইকবাল রতনসি জানান, হিন্দু বা মুসলিম রীতি মেনে সোনাক্ষী ও জহিরের বিয়ে হচ্ছে না। তারা সিভিল ম্যারেজ করছেন। অর্থাৎ আইনিভাবেই বিয়ে করছেন তারা।

এদিকে রব ওঠে, সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেন তারা। এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই চটেছেন অভিনেত্রী।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, গত সাত বছর ধরে সম্পর্কে জড়িয়ে আছেন

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার এ তারকা জুটি আইন

মোতাবেক বিয়ের পিঁড়িতে বসছেন। এরপর রিসেপশনের আয়োজন। এ তারকা জুটির বিয়েতে থাকছে না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জাহির ইকবালের বাবা।

কিন্তু একসময় বলিউড তারকা ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গেও নাম জড়ায় সোনাক্ষী সিনহার। এ খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে যে, সালমানকে বিয়ে করেছেন অভিনেত্রী। সোনাক্ষী সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল সালমান খানের। দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে তারা বিয়েও করেছেন।

এর আগে ২০২২ সালে সালমান ও সোনাক্ষীর বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি চুপিসারে বিয়ে করেছেন তারা। সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সামাজিকমাধ্যমে তিনি পাল্টা জবাব দেন, 'আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল, সেটি কি দেখে বোঝা যায় না?'

সালমান সম্পর্কে সোনাক্ষী বলেছিলেন, 'পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওকে আমি চিনি। আমাদের দুজনের পরিবারের মধ্যে বহুদিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।'

সালমানের ছবিতেই সোনাক্ষীর প্রথম অভিনয় শুরু। অন্যদিকে সালমানের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জাহির ইকবালের। এমনকি সালমানের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জাহিরের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। 'ডাবল এক্স এল' ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে