সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভেঙে ফেলা হলো দিলীপ কুমারের বাংলো

বিনোদন ডেস্ক
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
ভেঙে ফেলা হলো দিলীপ কুমারের বাংলো

ভারতের প্রথম সুপারস্টার দিলীপ কুমারের জনপ্রিয়তার কাছে হার মানেন নতুন প্রজন্মের তারকারা। মৃতু্যর তিন বছর পর এ অভিনেতার বাংলো ভেঙে নির্মিত হয়েছে

বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

1

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ১৯৫৪ সালে পালি হিলের বাংলো নির্মাণ করেছিলেন দিলীপ কুমার। সেই বাংলো এখন আলিশান অ্যাপার্টমেন্ট। তথ্য বলছে, যার খরচ ১৫৫ কোটি রুপি। ৯৫২৭২১ স্কয়ার ফুট জায়গাজুড়ে তৈরি হয়েছে এই অ্যাপার্টমেন্ট। ৯,১০ এবং ১১ তলাজুড়ে রয়েছে ট্রিপলেক্স।

গত বছরই খবরে আসে অভিনেতার পালি হিলের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসিক তৈরির, যা কিনেছিল আসার গ্রম্নপ নামে এক সংস্থা। যার

মোট বাজেট ছিল ৯০০ কোটি রুপি।

বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গেছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিসসহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে। পাঁচ বছর ধরে দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটিয়ে এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে।

১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল ১.৪ লাখ রুপি। তবে ২০২১ সালে জানা যায়, সেই সম্পত্তির দাম ৩৫০ কোটি রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে