সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশে যাওয়া হলো না সদ্যবিবাহিত জুনাইদের

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১২:৫৬
আপডেট  : ১৯ মে ২০২৫, ১৩:১১
বিদেশে যাওয়া হলো না সদ্যবিবাহিত জুনাইদের
নিহত মোহাম্মদ জুনাইদ (২৭)

কক্সবাজারের উখিয়ার কোটবাজার চৌধুরীপাড়া রাস্তার মাথায় মিনিট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক তরুণ প্রবাসী। নিহত মোহাম্মদ জুনাইদ (২৭) হলদিয়া পালং ইউনিয়নের ছায়া খোলা পাগলির বিল এলাকার হাবিব উল্লাহর ছেলে।

রোববার (১৮ মে) রাত ৮টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

1

পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে বিয়ে হয় জুনাইদের। সামনে ছিল তার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি। প্রবাসে ফিরে নতুন জীবনের স্বপ্ন বুনছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কিন্তু স্ত্রীর হাতের মেহেদী শুকানোর আগেই চিরবিদায় নিতে হলো তাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌধুরীপাড়া রাস্তার মাথায় দ্রুতগামী একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জুনাইদ। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। আহত হয়েছে আরো একজন মোটরসাইকেল আরোহী।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন, বিষয়টি নিশ্চিত করে তিনি জানান দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই স্থানে এর আগেও এক মর্মান্তিক দুর্ঘটনায় আরো দুইজন আহত হন। বারবার দুর্ঘটনার শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের ক্ষোভ ও প্রশ্ন স্থানীয়দের মতে, চৌধুরীপাড়া রাস্তার মাথাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত একটি এলাকা। এদিকে প্রবাসে রোজগারের স্বপ্ন নিয়ে জীবন গড়ার পথচলায় থাকা জুনাইদের এই আকস্মিক মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বড় প্রশ্ন রেখে যায় আর কত তরুণকে প্রাণ হারাতে হবে সড়কে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে