পরিচালক বাবা মহেশ ভাটের হাত ধরেই অভিনয়ে জগতে পা রাখেন তার বড় মেয়ে পূজা। ইতিপূর্বে নিজের মেয়ে সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন পূজার বাবা। অভিনয় জগতে আসার পর একটি ম্যাগাজিনের কাভার শুট করতে গিয়ে কন্যা পূজাকে ঠোঁটে চুমু খেয়েছিলেন বাবা মহেশ। শুধু এখানেই নয়, সেই সময় মহেশ ভাট বলেছিলেন, যদি পূজা আমার মেয়ে না হতো, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।' এ নিয়ে এখনো নেটিজেনদের কাছ থেকে সমালোচনা শুনতে হয় তাকে। মহেশ ভাটের সেই চুমুকান্ড আর মন্তব্য সামাজিকমাধ্যমে নেটিজেনদের মধ্যে সমালোচনা শোনার প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক। সম্প্রতি এ চলচ্চিত্র নির্মাতা জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সমালোচনাকে ভয় পান না।
সামাজিকমাধ্যমে তার ও তার সন্তানদের প্রতি ঘৃণা নিয়ে নীরবতার কারণ জানতে চাইলে আলিয়ার বাবা বলেন, 'ভগবান শ্রীকৃষ্ণের একটি লাইন আছ্তে নিষ্ক্রিয়তাই কর্ম। আমি যখন এই নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি, তখন এটাই আমার অ্যাকশন। সুতরাং সেখানে সমালোচনাকারী বা আমার প্রতিপক্ষরা জানে যে, আমি শক্তি থেকে এসেছ্তি কাপুরুষতা থেকে নয়। আমি ভীতসন্ত্রস্ত মানুষ কোনো দিনই ছিলাম না।'
তিনি আরও বলেন, 'আমার সন্তানদের রক্ষা করার কিছু নেই।