শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মারা গেছেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোনস

বিনোদন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মারা গেছেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোনস

নিউ ইয়র্কে ৯৩ বছর বয়সে মৃতু্যবরণ করেছেন মার্কিন অভিনেতা জেমস আর্ল জোনস। জোনস 'স্টার ওয়ার্স' সিরিজে ডার্থ ভেডারের ভয়েসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিলেন। ডেডলাইন সূত্রে জানা গেছে, অভিনেতার প্রতিনিধি তার মৃতু্যর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃতু্যর কারণ এখনো প্রকাশ করা হয়নি। জেমস আর্ল জোনস শুধু ডার্থ ভেডারের কণ্ঠস্বরই দেননি, পাশাপাশি তিনি হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তার অন্যতম জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে- স্ট্যানলি কুব্রিকের 'ড. স্ট্রেঞ্জলাভ অপ হাউ আই লার্নড টু ?স্টপ ওরিং অ্যান্ড লাভ দ্য বম্ব' (১৯৬৩), কোনান দ্য বার্বারিয়ান (১৯৮২), কামিং টু আমেরিকা (১৯৮৮), সামার্সবি (১৯৯৩)। দ্য লায়ন কিং (১৯৯৪) চলচ্চিত্রে তিদনি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৭০ সালের 'দ্য গ্রেট হোয়াইট হোপ' সিনেমায় অভিনয়ের জন্য তিনি ১৯৭১ সালে অস্কার মনোনয়ন পান। পরে ২০১২ সালে সিনেমার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। এছাড়া তিনি জিতেছেন একাধিক পুরস্কার। যার মধ্যে একটি গোল্ডেন গেস্নাব, দুটি এমি এবং একটি টনি অ্যাওয়ার্ড অন্যতম। জেমস আর্ল জোনস তার অসামান্য প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছিলেন। তার মৃতু্যর খবরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে