রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

একযুগ পর একই ছবিতে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
একযুগ পর একই ছবিতে সাইফ-কারিনা
একযুগ পর একই ছবিতে সাইফ-কারিনা

বাংলার নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে দেখেছেন দর্শক। একযুগ পর আবারও একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই তারকা দম্পতিকে। এ খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিনোদনজগতে সিনেমাপ্রেমীদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের দাবি, 'অ্যানিমেল'খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। আর এ ছবিতেই থাকছে নতুন চমক। এ দম্পতিকে দেখা যাবে খলচরিত্রে। পরিচালক সন্দীপ রেড্ডি নতুন ছবি 'স্পিরিট'-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন। জানা গেছে, এ ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও বেবোর কাছে। এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী বলে জানিয়েছেন পরিচালক। প্রভাসের সঙ্গেও এটি প্রথম ছবি হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে।

উলেস্নখ্য, এর আগে 'এলওসি কার্গিল', 'তশন', 'কুরবান', 'ওমকারা'র মতো ছবিতে দর্শক একসঙ্গে সাইফ-কারিনা জুটিকে দেখেছেন। ২০১২ সালে 'এজেন্ট বিনোদ' ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন চর্চিত এ দম্পতি। আরও একবার তাদের সম্ভাবনা তৈরি হয়েছে। ভক্ত-অনুরাগীরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে